এস এস সি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ; দেশে পাশের হার ৮২.৮৭
যুব সংবাদ ডেস্ক:আজ ৩১ মে রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় প্রকাশিত হয়েছে এস এস সি পরীক্ষা ২০২০ এর ফলাফল।
এ বছর সারা দেশে পাসের হার ৮২.৮৭।
সারাদেশে জিপিএ-ফাইভ পেয়েছেন ১,৩৫,৮৯৮ জন।
আজ গণভবনে ফল প্রকাশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী এক বলেন-ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। বিভাগ পর্যালোচনায় এবার পাশের হার সব চেয়ে বেশি রাজশাহী বোর্ডে। এ বোর্ডে পাশের হার ৯০.৩৭ শতাংশ। এছাড়াও
ঢাকা: পাসের হার ৮২.৩৪, জিপিএ-ফাইভ ৩৬,০৪৭।
ময়মনসিংহ: পাসের হার ৮০.১৩, জিপিএ ফাইভ ৭৪৩৪।
বরিশাল: পাসের হার ৭৯.৭০, জিপিএ-ফাইভ ৪৪৮৩।
যশোর: পাসের হার ৮৭.৩১, জিপিএ-ফাইভ ১৩৭৬৪।
কুমিল্লা: পাসের হার ৮৫.২২, জিপিএ-ফাইভ ১০,২৪৫।
সিলেট: পাসের হার ৭৮.৭৯, জিপিএ-ফাইভ ৪২৬৩।
দিনাজপুর: পাসের হার ৮২.৭৩, জিপিএ-ফাইভ ১২০৮৬।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৫১।
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭২.৭০।
এ বছর সারা দেশে পাসের হার ৮২.৮৭।
সারাদেশে জিপিএ-ফাইভ পেয়েছেন ১,৩৫,৮৯৮ জন।
আজ গণভবনে ফল প্রকাশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী এক বলেন-ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। বিভাগ পর্যালোচনায় এবার পাশের হার সব চেয়ে বেশি রাজশাহী বোর্ডে। এ বোর্ডে পাশের হার ৯০.৩৭ শতাংশ। এছাড়াও
ঢাকা: পাসের হার ৮২.৩৪, জিপিএ-ফাইভ ৩৬,০৪৭।
ময়মনসিংহ: পাসের হার ৮০.১৩, জিপিএ ফাইভ ৭৪৩৪।
বরিশাল: পাসের হার ৭৯.৭০, জিপিএ-ফাইভ ৪৪৮৩।
যশোর: পাসের হার ৮৭.৩১, জিপিএ-ফাইভ ১৩৭৬৪।
কুমিল্লা: পাসের হার ৮৫.২২, জিপিএ-ফাইভ ১০,২৪৫।
সিলেট: পাসের হার ৭৮.৭৯, জিপিএ-ফাইভ ৪২৬৩।
দিনাজপুর: পাসের হার ৮২.৭৩, জিপিএ-ফাইভ ১২০৮৬।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৫১।
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭২.৭০।

No comments