🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

হরিরামপুরে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে কাপড় বিক্রির দ্বায়ে জরিমানা

যুব সংবাদ ডেস্ক:  আজ মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে  কাপড়ের দোকান খুলে ব্যবসা করার অপরাধে ০৪ জন দোকানদারকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল), আইনের ২৫ ধারায় অভিযুক্ত করে প্রত্যেককে ২০,০০০ টাকা করে মোট ৮০,০০০ টাকা  অর্থদন্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন সুজিত কুমার, আব্দুর রউফ, আল-আমিন এবং মিজানুর রহমান। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত সব ধরনের দোকান বন্ধ রাখার জন্য বাজার কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানদারদেরকে সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি), হরিরামপুর, মোঃ বিল্লাল হোসেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন হরিরামপুর থানা পুলিশ।
জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

No comments

Auto Scroll Stop Scroll