🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরের জয়মন্টপে করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

জাকির হোসেন জিতু, সিংগাইর, 
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ গ্রামে করোনার উপসর্গ নিয়ে বাদল শাহা (৫৫) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সে স্থানীয় পল্লী চিকিৎসক বাবু রাধানাথ সাহা(রাধু ডাক্তার) এর চতুর্থ ছেলে।
জানা যায়, বাদল শাহা এবং তার পরিবারের অন্যান্য  সদস্যদের করোনা উপসর্গ দেখা দিলে গত মঙ্গলবার (২৬মে) সবাই টেস্টের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে নমুনা দিয়ে আসেন। বুধবার (২৭মে) তার মৃত্যুর আগ পযর্ন্ত নমুনা টেস্টের রিপোর্ট  জানা যায়নি। সে করোনা উপসর্গ নিয়ে জয়মন্টপ হাটখোলা সংলগ্ন নিজ বাড়িতে ৩টা ৪০মিনিট পরলোক গমন করেন। এসময় পরিবারের কতিপয় লোকজন  ছাড়া প্রতিবেশি হিন্দু সম্প্রদায়ের লোকজন সটকে পড়েন।
পরে জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ শাহাদৎ এর নেত্রীত্বে শেষকৃত‍্যোনুষ্ঠান সম্পূর্ণ হয়।

মৃত বাদল শাহার শেষকৃত‍্যোনুষ্ঠানের ব‍্যাপারে জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ শাহাদৎ হোসেন বলেন, শেষকৃত‍্যে পরিবারের সদস্য ও প্রতিবেশি সনাতন ধর্মের লোকজন এগিয়ে না আসায় স্থানীয় মুসলমানদের সহায়তায় ২/১জন সনাতন ধর্মের লোক এবং সনাতন ধর্মের পূজা উদযাপন কমিটির সিংগাইর শাখার সভাপতি শান্তি লাল মন্ডল ও সাধারণ সম্পাদক অ‍্যাড. ইতি রানী শাহার উপস্থিতিতে শেষকৃত‍্যোনুষ্ঠান সম্পূর্ণ করা হয়।
 এছাড়া পরিবারের অন‍্যান‍্য সদস্যদের হোমকোয়ারেন্টাইনের ব‍্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

No comments

Auto Scroll Stop Scroll