🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

নবাবগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখম


জাহিদ হাসান (স্টাফ রিপোর্টার):  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার নবাবগঞ্জের কৈলাইলে পাঁচ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ৷ আহতরা হলেন ঐ এলাকার হরেরাম পোদ্দার, রতন পোদ্দার, মাদব পোদ্দার, দিলীপ পোদ্দার ও আন্না পোদ্দার। তারা সবাই নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন৷ তবে, মাদব এবং রতনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় মিটফোর্ড হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, হরেরামের সাথে পাশ্ববর্তী বাড়ির বিমলের সাথে বেশ দিন ধরে আম গাছ নিয়ে বিরোধ রয়েছে। এমনকি প্রতিবছরই আমের সিজন আসলে আম পাড়া নিয়ে কথা কাটাকাটি দুপক্ষের মাঝে। আম পাড়া ও আম চুড়ি করে খাওয়া; এমন কথা নিয়ে বৃহস্পতিবার সকালে তাদের দুপক্ষের মাঝে কথা-কাটাকাটি হয়৷ কথা কাটাকাটির এক পর্যায়ে বিমল, তার ছেলে রাজকুমার এবং পরেশের স্ত্রী তাদের পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়৷ তৎক্ষনিক আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা৷

এবিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক শাহাদাত ‘ক্রাইম ভিশনকে’ বলেন, বিষয়টি য পেরেছি৷ মামলা প্রক্রিয়াধীন৷

No comments

Auto Scroll Stop Scroll