দেশে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯২৯
যুব সংবাদ ডেস্ক: দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে। গত ৮ মার্চে প্রথম শনাক্তের পর সরকারিভাবে প্রতিদিনই আক্রান্ত এবং মৃতের সংখ্যা জানিয়ে দেওয়া হচ্ছে। তবে এর বাইরে অনেকেই করোনার উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন, যা ধর্তব্যের মধ্যে আনা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে দেখা যায়, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯২৯ জন।দেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর যাচাই-বাছাই করে গতকাল ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২১০ জন। খুলনার ১১০ জন, চট্টগ্রামের ১৬৭ জন, রাজশাহীর ৮৭ জন, বরিশালের ৮৪ জন, সিলেটের ৬৬ জন এবং রংপুরের ৬৫ জন মারা যান করোনাভাইরাসের উপসর্গ নিয়ে।গতকাল ১২ মে পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৬০ জন। মৃত্যুবরণ করেছেন ২৫০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৪৭ জন। ৮ মার্চে প্রথম শনাক্তের পাশাপাশি প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসেরই ২১ তারিখে।
 

 
 
No comments