দোহার উপজেলায় নতুন ৫ জনের দেহে করোনা সনাক্ত
মোঃ মোজাম্মেল হোসেন, নবাবগঞ্জ:  দোহারে আজ আরো ৫ জনের করোনাপজেটিভ পাওয়া গিয়েছে!
তাদের মধ্যে ১ জন নয়াবাড়ী ইউনিয়নে, ১ জন রাইপাড়া ইউনিয়নে, ২ জন জয়পাড়া, ১ জন নারিশায়।
রাইপাড়ার রোগী পোদ্দারবাড়ী এলাকার; জয়পাড়ার দুইজনের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমারজেন্সিতে কাজ করে, অপরজন হসপিটালের কাছে বাসা। নারিশার রোগী নারিশা বাজারে সেলুনে কাজ করেন, তার স্থায়ী নিবাস ফরিদপুর।
এ নিয়ে দোহার উপজেলায় মোট শনাক্ত ১৩ জন, এর মধ্যে ২ জন মারা গিয়েছেন ও ২ জন সুস্থ্য হয়েছেন।
তাদের মধ্যে ১ জন নয়াবাড়ী ইউনিয়নে, ১ জন রাইপাড়া ইউনিয়নে, ২ জন জয়পাড়া, ১ জন নারিশায়।
রাইপাড়ার রোগী পোদ্দারবাড়ী এলাকার; জয়পাড়ার দুইজনের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমারজেন্সিতে কাজ করে, অপরজন হসপিটালের কাছে বাসা। নারিশার রোগী নারিশা বাজারে সেলুনে কাজ করেন, তার স্থায়ী নিবাস ফরিদপুর।
এ নিয়ে দোহার উপজেলায় মোট শনাক্ত ১৩ জন, এর মধ্যে ২ জন মারা গিয়েছেন ও ২ জন সুস্থ্য হয়েছেন।
 

 
 
No comments