🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জের সাটুরিয়ায় আনসার ভিডিপির ধানকাটা কর্মসূচী উদ্ভোদন

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আনসার ভিডিপির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান কাটা কর্মসূচী উদ্ভোদন করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা কমান্ডেন্ট শুভ চৌধুরীর নির্দেশনায় গতকাল ৩ জুন এ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
করোনার প্রাদুর্ভাবে যে সকল কৃষক ধান কাটা নিয়ে বিড়ম্বনায় আছে তাদের জন্যই এ কর্মসূচী।
এ সময় সাটুরিয়া উপজেলা, দীঘিনালা ইউনিয়ন, চাচীতারা গ্রামের এক দুস্ত কৃষকের ধান কেটে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার কর্মকর্তা মেহেনাজ জান্তাত, প্রশিক্ষক ফিরোজা আফরোজ, প্রনতোষ ঘোষ।
এ সময় তারা জানান -উপজেলার ৯ টি ইউনিয়নের ৯ জন কৃষকের ধান বিনা পারিশ্রমিকে কেটে দেয়া হবে এবং নাম মাত্র পারিশ্রমিকে অন্যান্য কৃষকের ধানও কেটে দেয়া হবে।
তাদের এ কার্যক্রমকে স্বাগতম জানিয়েছেন এলাকাবাসী।

No comments

Auto Scroll Stop Scroll