সিংগাইরে লকডাউনে রিকশা চালাতে গিয়ে খুন হল অষ্টম শ্রেণির ছাত্র
সিংগাইরে লকডাউনে রিকশা চালাতে গিয়ে খুন হল অষ্টম শ্রেণির ছাত্র
মানিকগঞ্জের সিংগাইরে অটোরিকশা চালক সোহান( ১৬) নামের এক যুবককে গলা কেটে হত্যা করে রিক্সা ছিনতাই করে পালানোর সময় ৩ ছিনতাইকারীকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ।
১৯ জুলাই সোমবার উপজেলার খাসেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহান উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামের প্রবাসী গোলাম আলীর পূত্র। সে ধল্লা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায় - নিহত সোহান অষ্টম শ্রেণির ছাত্র। চলমান লকডাউনে স্কুল বন্ধ থাকায় বাড়তি আয়ের উদ্দেশ্যে রিকশা চালাতো সোহান। প্রতিদিনের মত সেদিনও সকালে রিকশা নিয়ে বের হয় সে।
এ দিকে ঘটনার দিন রাতেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে রিকসা ও হত্যাকাজে ব্যবহৃত ছুড়ি জব্দ করা হয়।
পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা, ওসি (তদন্ত) আবুল কালাম, এস আই আলমগীর, এস আই রহিম, এস আই সোলাইমান সহ সঙ্গীয় ফোর্স।
আটককৃতরা হলেন-চর উলাইল গ্রামের হারুনর রশীদের ছেলে মোঃ আওয়াবিন মিয়া (২০), বরিশাল কোতয়ালী থানার জরজতলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোঃ সাগর মুন্সি (১৯) এবং সাভার তেঁতুলঝোড়ার বাসিন্দা বাবুলের ছেলে মোহাম্মদ হোসেন খলিফা (১৮)।
আটকের পর হত্যা ও ছিনতাইয়ের কথা স্বীকার করেছে আসামীরা।
এ হত্যাকন্ডের সাথে জরিত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সোহানের পরিবার।
No comments