অলিম্পিক ফুটবলঃ ছোটদের বড় আসর
অলিম্পিক ফুটবলঃ ছোটদের বড় আসর
কবির এম হোসেনঃ-
২০২০ সালের আরও একটি ফুটবল আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২১ সালে। ইউরো কাপ, কোপা আমেরিকার পর এবার অলিম্পিক ফুটবল আসর। অলিম্পিক ফুটবল যদিও একক কোন ফুটবল আসর নয়। এটি অলিম্পিকের আর দশটা ইভেন্টের মতই একটি ইভেন্ট। জাপানের রাজধানী টোকিওতে গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হচ্ছে ২৩ জুলাই। আর টোকিও অলিম্পিকরে ফুটবল ইভেন্টটি শুরু হচ্ছে ২২ জুলাই, বৃহস্পতিবার।
মোট কয়টি দল ও কোন কোন দল?
মোট ১৬ টি দল টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করছে। চারটি দলে বিভক্ত হয়ে দলগুলো গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে।
গ্রুপ-এ
জাপান, সাউথ আফ্রিকা, ফ্রাঞ্চ,মেক্সিকো।
গ্রুপ-বি
নিউজিল্যান্ড, কোরিয়া রিপাবলিক, হুন্ডুরাস, রোমানিয়া।
গ্রুপ-সি
আর্জেন্টিনা, স্পেন,মিশর, অস্ট্রেলিয়া।
গ্রুপ-ডি
ব্রাজিল, জার্মানি, আইভোরি কোস্ট, সৌদি আরব।
প্রতিটি দল ২২ জন করে খেলোয়াড় দলে অর্ন্তভুক্ত করতে পেরেছে। প্রতিটি দলে শুধু মাত্র তিন জন খেলোয়াড় বাদে বাকী সকলের জন্ম পহেলা জানুয়ারি ১৯৯৭ সালের আগে হতে হবে।
কবে, কখন, কোথায় খেলা?
২২ জুলাই বৃহস্পতিবার,বাংলাদেশ সময় দুপুর ১.৩০ মিনিটে মিশর বনাম স্পেনের ম্যাচ দিয়ে পর্দা উঠবে অলিম্পিক ফুটবলের। ২২,২৫ ও ২৮ জুলাই এই তিনদিন ৮টি করে ম্যাচ হবে। তিন দিনেই গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে যাবে।
প্রতিটি গ্রুপের সেরা ২টি করে দল নিয়ে মোট ৮টি দল কোয়ার্টার ফাইনালের জন্য মনোনীত হবে। ৩১শে জুলাই কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তেসরা আগস্ট হবে সেমিফাইনাল। আগস্টের ৬ তারিখে হবে ব্রোঞ্চ পদক জয়ের ম্যাচ আর ৮ তারিখ হবে ফাইনাল।জয়ী দল পুরষ্কার হিসেবে লাভ করবে স্বর্ণ পদক, ফাইনালে পরাজিত দল পাবে রোপ্য।
কাশিমা ,ইয়োকোহামা, রিফু ও টোকিওসহ মোট ছয়টি শহরের ছয়টি স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
কোন দলগুলো নজর কাড়বে?
কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল স্পেন। স্বর্ণ পদক জয়ী হওয়ার সম্ভাবনা তাদেরই বেশি। তারপরেই ব্রাজিল। ব্রাজিল ২০১৬ রিও অলিম্পিকের স্বর্ণ পদক জয়ী দল। ঘরের মাঠ মারাকানায় জার্মানিকে হারিয়ে ব্রাজিলিয়ানদের ইতিহাসের প্রথম অলিম্পিক স্বর্ণ পদক জয় করেছিল তারা। অভিজ্ঞতা ও তরুন খেলোয়াড়দের সম্ভাবনায় ব্রাজিলকে এগিয়ে রাখবে। আর্জেন্টিনা, ফ্রাঞ্চ ও জার্মানিও স্বর্ণ পদক জয়ের দৌড়ে এগিয়ে থাকবে।
কোন কোর খেলোয়াড় নজর কাড়বে?
ব্রাজিল অলিম্পিক দলের দিকে তাকালে দানি আলভেস নামটি দেখে অনেকেই ভড়কে উঠতে পারে। ৩৭ বছর বয়সী সাবেক বার্সালোনা,ইভেন্তুস, প্যাঁরিস সঁ জার্মেই দলে হয়ে হয়ে খেলা আলভেসের অলিম্পিক দলে আসা বিষ্ময়ের ব্যাপারই বটে।
এছাড়াও তাদের দলে আছে এভারটন ফরোয়ার্ড ও সদ্য কোপা আমেরিকায় ব্রাজিল দলে হয়ে খেলা রিচালাসান, এস্টন ভিলা মিডফিল্ডার ডগলাস লুইস ও আর্সেনাল স্ট্রাইকার গ্যার্বিয়েল মার্তেনেল্লি।
স্পেন দলে বিষ্ময় আরো বেশি। স্পেন কোচ লুই ডি লা ফুইন্তে তার দলে সদ্য শেষ হওয়া ইউরো কাপে স্পেন জাতীয় দলের হয়ে খেলা ৬ জন খেলোয়াড়কে অর্ন্তভুক্ত করেছেন। পেদ্রি, ড্যানি ওলমো, এরিক গার্সিয়া,পাও তোরেস,মাইকেল ওরবাজাল ও গোলকিপার উনাই সিমন।
এছাড়াও রিয়াল মাদ্রিদ উইংগার মার্কো এসেনসিও ও আর্সেনাল তারকা ড্যানি সাবিওসকেও তারা দলে অর্ন্তভুক্ত করেছে।
আইভোরি কোস্ট দলে আছে বড় দুই চমক।ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার এরিক বেইলি ও ফরোয়ার্ড আমাদে ডিলোকোকে তারা দলে অর্ন্তভুক্ত করেছে।
জার্মানি দলে আছে বেয়ার লেভারকুসেন তারাকা নাদিম আমিরি। এছাড়াও আছেন অভিজ্ঞ ম্যাক্স ক্রুজ।
No comments