জামশার সেই নিঃসন্তান বিধবা কৈকি রানীকে আর্থিক সহায়তা পাঠালেন সিংগাইর থানার ওসি

 জামশার সেই নিঃসন্তান বিধবা কৈকি রানীকে আর্থিক সহায়তা পাঠালেন সিংগাইর থানার ওসি




দৈনিক ইত্তেফাক পত্রিকার মানিকগঞ্জ (সিংগাইর)  প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের বিধবা, নিঃসন্তান কৈকি রানীর দুঃখ কষ্ট ও জীবন-যাপন নিয়ে 'যে ডাল ধরি, সেই ডাল ভাইঙ্গা যায়' শিরোনামে একটি কলাম লিখেন যা ১৯ আগষ্ট বৃহস্পতিবার দৈনিক  ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়।


সংবাদটি প্রকাশের পর তা সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লার নজরে আসে।

অফিসার ইনচার্জ  তাৎক্ষণিক বিষয়টি মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়কে অবগত করলে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা তার ব্যক্তিগত অর্থায়নে  থানার এসআই মোহাম্মদ জহিরুল হকের মাধ্যমে  জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামের নিঃসন্তান, বিধবা ও হতদরিদ্র বৃদ্ধা কৈকি রানীর বাড়িতে  নগদ দুই হাজার -টাকা, শাড়ি ও নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।


 এছাড়াও আগামী ২১আগষ্ট মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার  গোলাম আজাদ খান কৈকী রানীর বাড়ী পরিদর্শনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।



No comments

Auto Scroll Stop Scroll