সিংগাইরের জামশায় কৃষকদের ভিন্নধর্মী বর্ষাকালীন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত

 সিংগাইরের জামশায় কৃষকদের ভিন্নধর্মী বর্ষাকালীন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত 





মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল কৃষক ও দিনমজুরদের নিয়ে বর্ষাকালীন বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতামুলক অনুষ্ঠান।



১৯ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

দক্ষিণ জামশা খানপাড়ার তরুণদের উদ্যোগে এ খেলাধুলার আয়োজন করা হয়। 

প্রতিযোগিতায় মোট ৬ টি ভিন্নধর্মী খেলায় প্রায় ৩৫ জন নারী পুরুষ অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী কামরুজ্জামান,  মফিজুল হক পথিক, এবং রুমান পারভেজ খান। এছাড়াও  উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন মোল্লা, সাবেক সভাপতি জামশা ইউপি যুবলীগ ও এলাকার সমাজসেবকবৃন্দ। 

প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম খান। 


বর্ষার হাটু পানিতে নারী ও পুরুষদের নিয়ে ভিন্নধর্মী এ প্রতিযোগিতায়  ছিল ভিন্নধর্মী খেলাধুলা। শুরুতেই দূর থেকে ঝুঁড়িতে পেয়ারা ফালানো, এরপর বাশের উপর বালিশ যুদ্ধ , তৈলাক্ত বাশের সাকু পারাপার, মহিলাদের চোখ বেধে হাঁস ধরা এবং চোখ বেধে বউ সাজ,  সবশেষে অনুষ্ঠিত হয় তৈলাক্ত কলা গাছে উঠে কলা খাওয়া। 

আনন্দ ও উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করে হাজার হাজার দর্শক ও এলাকাবাসী ও আমন্ত্রিত অতিথিরা। খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরষ্কার তুলে দেয়া হয়।


খেলা পরিচালনা করেন দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফজলুল হক এবং উপস্থাপনায় ছিলেন আমজাদ খান আকাশ। 


আয়োজক কমিটি হিসেবে সার্বিক সহযোগিতা করেন  আমিনুল ইসলাম, জাহাঙ্গীর খান, সেলিম খান,জসিম মিয়া, সহ একঝাঁক তরুণ। 







No comments

Auto Scroll Stop Scroll