লন্ডন ডার্বিঃ মৌসুমের প্রথম ’হাই ভোল্টেজ ম্যাচ’
লন্ডন ডার্বিঃ মৌসুমের প্রথম ’হাই ভোল্টেজ ম্যাচ’
ফুটবল বিশ্ব লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোতে ডুবে আছে। বার্সেলোনা থেকে প্যাঁরিস সঁ জার্মেইতে নাম লিখিয়ে ট্রান্সফার মার্কেটকে গরম করে দিয়েছিলেন মেসি। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদলের গুঁজব ছড়িয়ে পড়লে ট্রান্সফার মার্কেটে আবার হইহই রব পড়ে যায়।
এদিকে ইউরোপের সব লিগগুলোযে শুরু হয়ে গেছে সেদিকে অনেকেরই খেয়াল খুব কম। গত সপ্তাহেই ইউরোপের প্রায় সব লিগ শুরু হয়ে গেছে।এই সপ্তাহে শুরু হয়েছে ইতালিয়ান সিরি-এ। কোন প্রকার অঘটন ছাড়াই সব বড় দল নিজেদের প্রথম ম্যাচ শেষ করেছে। শুধু আর্সেনাল বাদে। আর্সেনালকে কি আর ইউরোপের ’বিগ টিম’ বলা যায়?
আজ বাংলাদেশ সময় রাত নয়টা ত্রিশ মিনিটে মুখোমুখি হচ্ছে লন্ডনের দুই বনেদি ক্লাব আর্সেনাল ও চেলসি। ক্ষয়ে যাওয়া আর্সেনাল আর দাপুটে চেলসির লড়াইটা যতটা কঠিন হবে ভাবা হচ্ছে হয়ত সেরকম হবে না। কিন্তু লন্ডনের ক্লাব মানেই আলাদা উত্তেজনা, আলাদা আমেজ।
আর্সেন ওয়েঙ্গার ছিলেন আর্সেনালের কিংবদন্তি কোচ। কিন্তু তার বিদায়ের আগে থেকেই আর্সেনালের ক্ষয় শুরু। ভাবা হয়েছিল বুড়ো ওয়েঙ্গারকে সরিয়ে নতুন কাউকে এমিরেটসের ডাগআউটে বসালে হয়ত গানারদে কপাল ফিরতে পারে। সেই আশায় ওয়েঙ্গারকে বিদায় দিয়ে আনা হয়েছিল উনাই এমরিকে। কপাল তাদের ফিরেনি ।বরং উল্টো রুপই দেখছে আর্সেনাল সমর্থকেরা। এমরির পর এখন আছেন মাইকেল আরতেতা। অনভিজ্ঞ আরতেতাকে অবশ্য সময় দিচ্ছে আর্সেনাল বোর্ড। কিন্তু খুব একটা ফল হচ্ছে না।
মৌসুমের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু আর্সেনালের । ৭৫ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ব্রেন্টফোর্টের কাছে হার দিয়ে শুরু মানে বিশাল অশনি সংকেত। ট্রান্সমার্কেটে আর্সেনাল কিন্তু নীরব ছিল না। ১৩৭ মিলিয়ন ইউরোর সাইনিং তাদের । যা চেলসি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটির চেয়েও বেশি। কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না।
টমাস টুখেল চেলসিতে আসার পর থেকেই ব্লজরা এখন নতুন রুপে। মৌসুমের মাঝামাঝিতে দায়িত্ব নেওয়ার পরও গত মৌসুমে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লীগ। তারই ধারাবাহিকতায় জিতেছেন উয়েফা সুপার কাপ। চেলসির ড্রেসিং রুম শুধু মাত্র একজন স্ট্রাইকারের প্রয়োজনীয়তা অনুভব করছিল। তাদেরই পুরনো অস্ত্র রোমেলু লুকাকুকে ইন্টার মিলান থেকে ফিরিয়ে এনে দল এখন সোনায় সোহাগা।
গোল করার খেলোয়াড়ের অভাব ছিল চেলসির । সেই শূণ্যতা পূরণ হয়েছে। ৪ মৌসুম ধরে প্রিমিয়ার লিগ শিরোপায় হাত দেওয়া হচ্ছে না লন্ডনের এই ক্লাবটির। এন্তোনিও কন্তের হাত ধরে সর্বশেষ প্রিমিয়ায় লিগ জিতেছিল তারা। জার্মান টমাস টুখেল ইংল্যান্ডে আবার কি চেলসি আধিপত্য প্রতিষ্ঠা করতে পরবেন? সময় সব বলে দিবে । তবে লন্ডনের রং কিন্তু আজ নীল হওয়ার সম্ভাবনাই বেশি।
No comments