অলিম্পিক ফুটবলঃ কোন দলের কোন খেলোয়াড় নজর কাড়বে?
অলিম্পিক ফুটবলঃ কোন দলের কোন খেলোয়াড় নজর কাড়বে?
কবির এম হোসেন
দেড়িতে হলেও টোকিওতে বসছে অলিম্পিকের আসর। মূল আসর শুরুর একদিন আগেই শুরু হচ্ছে ফুটবল ইভেন্টটি। মোট ১৬টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে পরস্পরকে মোকাবেলা করবে ।ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, স্বাগতিক জাপানের মত দল গুলো খেলছে স্বর্ণপদক নিজেদের গলায় পড়তে। প্রতিটি দলেই রয়েছে বিশ্বের বিভিন্ন নামী দামী ক্লাবে খেলা অসংখ্য খেলোয়াড়। কোন দলে তারকার সংখ্যা বেশি, কোন তারকা আলো ঝলকাবে বেশি?
স্পেন
সদ্য শেষ হওয়া ইউরো কাপের স্পেন দলের ৬ জন খেলোয়াড় স্পেন অলিম্পিক দলে অর্ন্তভূক্ত হয়েছে। গোলকিপার উনাই সিমন,ইউরো সেরা একাদশে জায়গা পাওয়া, ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে খেলা পেদ্রির স্পেন অলিম্পিক দলে অর্ন্তভূক্ত হওয়া বিষ্ময়ের ব্যাপার।
জার্মান ক্লাব আরবি লাইপজিগের হয়ে খেলা মিডফিল্ডার ড্যানি ওলমো থাকছেন দলে। ইউরো কাপের সেমিফাইনালে ইতালির সাথে ১২০ মিনিট দূর্ন্তান্ত খেললেও পেনাল্টি মিস করেছিলেন ওলমো।
ইংলিশ ক্লাব ম্যানঞ্চেস্টার সিটি থেকে সদ্য বার্সেলোনা যোগ দেওয়া ডিফেন্ডার এরিক গার্সিয়া, ভিয়ারিয়াল ডিফেন্ডার পাও তোরেস প্রতিপক্ষকে ভালোই কষ্ট দিবেন বোঝা যাচ্ছে।
এছাড়াও রিয়াল মাদ্রিদ উইংগার মার্কো এসেনসি ও মিডফিল্ডার ড্যান ছাবিওস স্পেনের স্বর্ণ পদক জেতার সম্ভাবনা আরও বাড়িয়ে দিবে।
ব্রাজিল
টোকিও অলিম্পিকে ব্রাজিল দলে অর্ন্তভূক্ত করা হয়েছে সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজকে। দানি আলভেজের বর্তমান বয়স ৩৮। তিনি ব্রাজিলের জার্সি গায়ে দুইবার কোপা আমেরিকা জিতেছেন। তিনি বিশ্বের অন্যতম সফল ক্লাব বার্সেলোনার হয়ে ৬ বার লা লীগা, ৩ বার চ্যাম্পিয়ন্স লীগ, ৫ বার স্পানিশ সুপার কাপ সহ অসংখ্য শিরোপা জিতেছেন। স্পানিশ ক্লাব সেভিয়া, ইতালিয়ান ক্লাব ইভেন্তুস, ফ্রেঞ্চ ক্লাব প্যাঁরিস সঁ জার্মেই সহ বিশ্বের বিভিন্ন নামী দামী ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার ।
ব্রাজিল দলের অন্য চমকটি হচ্ছে ইংলিশ ক্লাব এভারটনের হয়ে খেলা স্ট্রাইকার রিচালাসান। রিচালাসান কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। ব্রাজিলকে কোপা আমেরিকার ফাইনালে তুলতে তার ছিল বিশেষ ভূমিকা।
আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্তেনেল্লি, রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার রানিয়ের। রানিয়ের অবশ্য এখন জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডে ধারে খেলছেন। ব্রাজিল দলের ২২ জন খেলোয়াড়ের মধ্যে ১১ জনই বিদেশের কোন ক্লাবে খেলেন।
অন্যান্য দল
অন্য দলগুলোতেও সম্ভাবনাময় অনেক তারকা ফুটবলার রয়েছে। আর্জেন্টাইন উইংগার আজুকুয়েল বোরসো যিনি আমেরিকান মেজর লীগ আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলেন। তিনিও চাইবেন তার দলকে ২০০৮ সালের পর আবার অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জয়ে সাহায্য করতে।
স্বাগতিক জাপানের সবচেয়ে বড় তারকা তাকাফুসো কুবো।রিয়াল মাদ্রিদ ক্ষুদে তারকা কুবো যদিও এখনো মাদ্রিদের হয়ে সিনিয়র অভিষেক ঘটাতে পারেননি । লা লীগার অন্য ক্লাব গেটাফেতে ধারে খেলছেন। তবুও তার পায়ের যাদু দেখার জন্য ভক্তরা মুখিয়ে থাকবে।
ফ্রেঞ্চ মিডফিল্ডার এদোয়ার্দো কামাভিঙা সম্ভাবনাময় ফুটবলারদের একজন। ফ্রেঞ্চ ক্লাব রেঁনে তাকে অলিম্পিক খেলার জন্য ছাড়তে রাজি ছিল না তবুও ফ্রাঞ্চ দল তাকে অর্ন্তভূক্ত করেছে। তার প্রভাব দলকে অনেকটাই উজ্জীবিত করবে।
No comments