🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জের সিংগাইরে বাড়িতে আইসোলেশনে থাকা করোনা রোগীর মৃত্যু


যুব সংবাদ ডেস্ক: মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় নিজ বাড়িতে আইসোলেশনে থাকা করোনা রোগীর মৃত্যু হয়েছে।
তিনি পৌরসভা এলাকার বাসিন্দা মোঃ ইউনূস আলী। ৪ জুন বৃহস্পতিবার রাত ৩ টার দিকে মৃত্যুবরণ করেন।
মৃত মোঃ ইউনুস আলীর ছোট ছেলে মোঃ আব্দুল কাদের সাদ্দাম সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ওয়ার্ড বয় হিসাবে কর্মরত থাকা অবস্থায় তার নমুনা সংগ্রহ করলে গত ২০মে ২০২০ তারিখে  করোনা পজিটিভ ধরা পড়েন, ওই দিন উপজেলা প্রশাসন তার বাড়ি ও স্থানীয় মসজিদ লক ডাউন করে দেয়।। পরবর্তীতে সাদ্দামের পরিবারের সকলের নমুনা পরিক্ষা করলে ২৪  মে ২০২০ তারিখে তার বাবা মৃত মোঃ ইউনুস আলীর করোনা উপসর্গ ধরা পড়ে।

তার পর থেকে নিজ বাড়িতে তার চিকিৎসাধীন ছিলেন।। গতকাল ৩ রা জুন ২০২০ তারিখে আব্দুল কাদের সাদ্দাম করোনা নেগেটিভ হলে, তাকে মানিকগঞ্জ সদর হাসপাতাল আইশোলন সেন্টার থেকে ছেড়ে দিলে সে বাড়িতে ফিরে আসে এবং তার বাড়িকে লক ডাউন মুক্ত ঘোষণা করা হয়।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার জনাব রুনা লায়লার নির্দেশনা অনুযায়ী করোনা রোগে মৃত ব্যক্তির ক্ষেত্রে সকল স্বাস্থ্যবিধি মেনেই আজ সকাল ১০.৩০ মিনিটে আজিমপুর(সিংগাইর) কবরস্থান মাঠে মোঃইউনুস আলীর জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। 

No comments

Auto Scroll Stop Scroll