🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরে বিয়ে বাড়িতে মদ পান করে ১ জনের মৃত্যু

 অনলাইন ডেস্ক: মানিকগঞ্জ জেলার সিংগাইরে  হিন্দু সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠানে মদ পান করে অজিত বসাক (২৭)  নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও মদ পান করে সুমা বসাক নামে এক তরুণী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

নিহত অজিত বসাক মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামের  গনেশ চন্দ্র বসাকের ছেলে ও সুমা বসাক সিংগাইর পৌর এলাকার নিত্য বসাকের মেয়ে।

 সূত্রে জানা যায়,শুক্রবার দিনগত রাতে উপজেলার সিংগাইর পৌরসভা এলাকায় দিলীপ কুমারের ছেলে অলিত কুমারের বিয়ে অনুষ্ঠানে বেড়াতে এসে মদ্যপান করে দু,জনে অসুস্থ্য হয়ে পড়লে লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।অবস্থার অবনতি হলে শনিবার সাভার এনাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় অজিত বসাকের মৃত্য হয়। সুমা বসাক চিকিৎসাধীন আছে।



No comments

Auto Scroll Stop Scroll