🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জের ঘিওরে ভোক্তা অধিকার ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান

যুব সংবাদ ডেস্ক: মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় আজ ১৩ মে বুধবার জেলা ভোক্তা অধিকার ও উপজেলা প্রশাসন ঘিওর এর ভ্রাম্যমাণ আদালতের এক যৌথ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস এর নির্দেশনায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এবং ঘিওর উপজেলা নির্বাহি অফিসার জনাব আইরিন আক্তার এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ঘিওর সদর বাজারে অবৈধ প্রক্রিয়ায় চানাচুর উৎপাদন ও অস্বাস্থ্যকর উপায়ে প্রক্রিয়া করায় দিলবার চানাচুর ফ্যাক্টরিকে ২০০০০ টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি নেয়ায় শহিদুল স্টোরকে ৫০০০ টাকা, দীপক স্টোর কে ২০০০ টাকা ও  অপ্রয়োজনে বাজারে  ঘোরাঘুরি করায় দুই ব্যক্তি মোস্তাফিজুর ও তাপস কে ৩০০ টাকা জরিমানা আরোপ করেন উপজেলা নির্বাহী অফিসার, ঘিওর, জনাব আইরিন আক্তার । অভিযানে  মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও শষ্যের বীজ বিক্রির অপরাধে বিউটি স্টোর কে ৪০০০ টাকা জরিমানা আরোপ করেন মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

No comments

Auto Scroll Stop Scroll