🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জে করোনা পজিটিভ শুনেই যুবকের আত্মগোপন

যুব সংবাদ ডেস্ক: মানিকগঞ্জ জেলা শহরের নওখন্ড এলাকার ২৬ বছর বয়সী যুবক করোনা সনাক্তের খবর শুনে নিজের মুঠোফোন বন্ধ রেখে আত্মগোপনে আছেন।

এমন তথ্যদিয়ে ফেজবুকে মন্তব্য জানিয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস লিখেছেন, দুদিন আগে ওই যুবক করোনা পরীক্ষার জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে নমুনা দেন। সেই নমুনা পরীক্ষার জন্য সাভার প্রাণীসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়। সেখান থেকে সোমবার রাতে ওই ব্যক্তির রিপোর্ট আসে। করোনা পজিটিভ হওয়ার খবর জানতে পেরে তিনি তার মোবাইল ফোন বন্ধ করে দেন। সর্বশেষ তাকে মানিকগঞ্জ জেলা শহরের টিনপট্টি এলাকায় দেখা যায়।

 আক্রান্ত ওই যুবকের মোবাইল ফোন ট্র্যাকিং করে তাকে খুঁজতে মাঠে নেমেছে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

No comments

Auto Scroll Stop Scroll