🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জ জেলার কোভিট-১৯ বা করোনার সর্বশেষ পরিস্থিতি

প্রকাশ-২৫ মে সোমবার
আজ ২৫ মে রোজ সোমবার। গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জ জেলা থেকে মোট ৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়।তার মধ্য কোভিট-১৯ বা করোনা সনাক্ত হয়েছে ১৬ জনের।
মানিকগঞ্জ জেলা হতে মোট নমুনা পরীক্ষা -১৯৬৮ টি।
এতে মোট করোনা সনাক্ত হয়েছে ১২২ জনের। মোট সুস্থ হয়ে বাসায় ফিরেছে ২২ জন। বাকী ১০০ জনের মধ্যে ১৬ জন মানিকগঞ্জ সদর হাসপাতাল, ঘিওর ও সাটুরিয়া উপজেলা হাসপাতালে আইসোলিশনে আছে এবং ৮৪ জন বাসায় আইশোলিশনে আছে। তাদের শারিরীক অবস্থা ভালো।
সূত্রঃঃ মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। 

No comments

Auto Scroll Stop Scroll