🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জে দোকানপাট খুলে দেওয়ার প্রতিবাদে সিপিবির মানববন্ধন


 যুব সংবাদ ডেস্ক: ত্রাণ বিতরণে অনিময়, দুর্নীতি এবং শিল্পকারখানা, দোকানপাট খুলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে মানিকগঞ্জ জেলা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ বেলা ১২টায় মানিকগঞ্জ শহীদ রফিক সড়কে এই কর্মসুচি পালিত হয়।

জেলা সিপিবির সভাপতি আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম, জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক মজিবর রহমান, সহ-সাধারন সম্পাদক আরশেদ আলী, সদর উপজেলা সিপিবির সভাপতি আশরাফ সিদ্দিকী, জেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি আবদুল মান্নান, জেলা কৃষক সমিতির সম্পাদক সেতুয়ার হোসেন ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সবাই সুরক্ষা না হলে কেউই নিরাপদ নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিপাদ্যকে উপেক্ষা করে শ্রমিক-মজুর ও দিনমজুরদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে শিল্পকারখানা, শপিংমল, দোকাপানপাঠ খুলে দেওয়া হচ্ছে। এতে মহামারী ও প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মধ্যে সবাইকে ফেলে দেওয়া হচ্ছে। ত্রাণ বিতরণে অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতায় কর্মহীন অসহায় ও দুস্থদের অনেকেই ত্রাণসহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

No comments

Auto Scroll Stop Scroll