🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরে নতুন ২ জনের দেহে করোনা সনাক্ত

যুব সংবাদ ডেস্ক:  মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পৌর এলাকার নতুন বাজার একাকায় এক  নারী (৫০) ও বলধারা
ইউনিয়নের খৈয়ামুড়ি এলাকার এক যুবকের(২৭) দেহে করোনা সনাক্ত হয়েছে।

রবিবার(১৭ই মে) বিকাল ৪টায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.সেকেন্দার আলী মোল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.সেকেন্দার আলী মোল্লাহ জানান,গত বৃহস্পতিবার খৈয়ামুড়ি এলাকার এক যুবক ঢাকা থেকে বাড়ি আসে। বাড়ি আসার পর জ্বর,ঠান্ডা,কাশি দেখা দেয়।
অন্য দিকে পৌর এলাকার এক নারীর জ্বরসহ করোনার উপসর্গ দেখা দিলে ২ জনের নমুনা সংগ্রহ করে শনিবার(১৬ই মে) পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়।

রবিবার(১৭ই মে) দুপুরে তাদের ২ জনের রিপোর্টে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। এসময় তাদের ২জনের বাড়ি লকডাউন করে আইসোলেশনে রাখা হয়েছে।পাশাপাশি একাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়।

No comments

Auto Scroll Stop Scroll