🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরে মেয়াদোত্তীর্ন সেমাই ও মূল্য তালিকায় প্রতারণা; তিন প্রতিষ্ঠানকে জরিমানা

যুব সংবাদ ডেস্ক:   সিংগাইরে মেয়াদবিহীন নিম্নমানের সেমাই বিক্রয়, মূল্য তালিকায় প্রতারণা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা।।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নকল, ভেজাল ও ভোক্তাদের সাথে প্রতারণা রোধে
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিঃ সচিব) জনাব বাবলু কুমার সাহা ও শ্রদ্ধেয় জেলা প্রশাসক মানিকগঞ্জ জনাব এস এম ফেরদৌস মহোদয়ের নির্দেশনায় ০৯..০৫.২০২০ তারিখ ভোর ৬.০০ টা হতে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সিংগাইর  উপজেলার বায়রা, জামির্তা ও সিরাজপুর হাটে অভিযান পরিচালিত হয়। সিরাজপুর হাটে জুয়েল এন্ড ব্রাদার্স স্টোরে মূল্য তালিকায় কারসাজি করে ভোক্তাদের ঠকানোর প্রমাণ পাওয়া যায়,বাজারে ডালের দাম কমলেও তারা মূল্য তালিকায় কম দাম প্রদর্শন করে কেজি ১০০ টাকা কিন্তু ভোক্তাদের কাছ থেকে নিচ্ছিল ১২০-১৩০ টাকা এবং রাজিব স্টোরে বিক্রি হচ্ছিল মেয়াদবিহীন নিম্নমানের খোলা ও প্যাকেটজাত সেমাই,যেখানে নেই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ। মেয়াদবিহীন সকল সেমাই প্রত্যাহার করা সহ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে(সাভার,ঢাকা) সতর্ক করা হয়েছে।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় মোট জরিমানা করা হয় ২০,০০০ টাকা। বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে ক্রেতা ও বিক্রেতা সকলকে সচেতন করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর, সিংগাইর জনাব আবুল কালাম আজাদ  ও আনসার ব্যাটালিয়ন, মানিকগঞ্জ । জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান সমূহঃ

১. জুয়েল এন্ড ব্রাদার্স  ১০,০০০টাকা
২.খোরশেদ স্টোর ৫,০০০ টাকা
৩ রাজিব স্টোর ৫,০০০ টাকা

অভিযানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার স্যার।
অভিযোগ জানাতে কল করুণ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর হট লাইন ১৬১২১ নম্বরে।
কৃতজ্ঞতাঃ জেলাপ্রশাসন,মানিকগঞ্জ
উপজেলা প্রশাসন,সিংগাইর
এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বন্ধুগণ।।

No comments

Auto Scroll Stop Scroll