🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরের গোলাইডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

যুব সংবাদ ডেস্ক: গতকাল সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা বাজারে সিংগাইর প্রশাসন ও উপজেলা নির্বাহি অফিসারের অভিযান পরিচালিত হয়।  এ সময় বাজারের পশ্চিম অংশের তৈরী পোশাকের দোকানগুলো ২/১ টি শাটার খুলে দোকান পরিচালনা করছিল ।  ঝটিকা অভিযানে সাইফুল ৩,০০০/- রাহেজুদ্দিন ১৫,০০০/- এবং জিয়া টেইলার্স এর ২৫,০০০/-  ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হয় বলে জানা যায় । এছাড়া বেশকিছু টেইলার্সকে এ সময় সতর্ক করে দেওয়া হয় ।
উল্লেখ্য মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক লকডাউনে আদেশ অমান্য করে গোলাইডাঙ্গা বাজারে ঈদে কেনা বেচার ধুম চলছিল, এমন খবরের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার জনাব রুনা লায়লা।

1 comment:

Auto Scroll Stop Scroll