সিংগাইরের গোলাইডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
যুব সংবাদ ডেস্ক: গতকাল সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা বাজারে সিংগাইর প্রশাসন ও উপজেলা নির্বাহি অফিসারের অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারের পশ্চিম অংশের তৈরী পোশাকের দোকানগুলো ২/১ টি শাটার খুলে দোকান পরিচালনা করছিল । ঝটিকা অভিযানে সাইফুল ৩,০০০/- রাহেজুদ্দিন ১৫,০০০/- এবং জিয়া টেইলার্স এর ২৫,০০০/- ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হয় বলে জানা যায় । এছাড়া বেশকিছু টেইলার্সকে এ সময় সতর্ক করে দেওয়া হয় ।
উল্লেখ্য মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক লকডাউনে আদেশ অমান্য করে গোলাইডাঙ্গা বাজারে ঈদে কেনা বেচার ধুম চলছিল, এমন খবরের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার জনাব রুনা লায়লা।
উল্লেখ্য মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক লকডাউনে আদেশ অমান্য করে গোলাইডাঙ্গা বাজারে ঈদে কেনা বেচার ধুম চলছিল, এমন খবরের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার জনাব রুনা লায়লা।

GOOD JOB
ReplyDelete