মানিকগঞ্জে নতুন ৫৬ জনের দেহে করোনা সনাক্ত
মানিকগঞ্জ জেলায় নতুন করে ৫৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮০ জনে।
বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্রে জানা যায়, ১৬ এবং ১৭ আগস্টের দেওয়া নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে জেলায় নতুন করে ৫৬ জন আক্রান্ত হয়েছেন। মানিকগঞ্জ সদর উপজেলায় ২৮ জন, সাটুরিয়া উপজেলায় ৪ জন, শিবালয় উপজেলায় ৮ জন, ঘিওর উপজেলায় ২ জন, সিংগাইর উপজেলায় ৯ জন এবং হরিরামপুর উপজেলায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮১ জন। বাকিরা বিভিন্ন হাসপাতালে এবং নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৪ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন বলেও জানান তিনি।

No comments