🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

ঢাকার নবাবগঞ্জে বাস- সিএনজি সংঘর্ষে ৩ জনের মৃত্যু



যুব সংবাদ ডেস্ক:   ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকায় আজ শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) বাস- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন উপজেলার তুইতাল গ্রামের বাসিন্দা তন্দ্রা ফ্লোলোরেজ গোমেজ ও জোসেপ বিপুল গোমেজ এবং সিএনজি চালক মোঃ খালেদ, তার বাড়ি ভোলার লালমোহনে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান- বিকাল আনুমানিক ৫ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দোহারগামী সিএনজির সাথে বান্দুরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এন মল্লিক বাসের (ঢাকা মেট্রো ব ১১ ৬৪-২০)

সামনাসামনি সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু ঘটে। 

খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশগুলো নবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এখন পর্যন্ত কারো আটকের কোন খবর পাওয়া যায়নি। নবাবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।


No comments

Auto Scroll Stop Scroll