মানিকগঞ্জে নতুন ৬ জন করোনায় আক্রান্ত
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৭৫ জনে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, মানিকগঞ্জ জেলা থেকে ৬২ জনের নমুনা পাঠানো হয়েছিলো সাভারের প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রে। ওই ৬২ জনের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১ হাজার ৩৭৫ জন। যার মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ২০৭ জন। আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগ নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছে ১৭ জন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন। মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

No comments