মানিকগঞ্জের সিংগাইরে মাহেন্দ্র ট্রলির চাপায় নিহত ১
মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌর এলাকায় মাহেন্দ্র ট্রলির চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
১৩ মার্চ শনিবার সকাল ১০ টায় সিংগাইর পৌর এলাকার কাশিমনগর ঘাট সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ইখালি গ্রামের জালাল উদ্দিনের পুত্র ধলু মিয়া(৪২)।সে ২ সন্তানের জনক।পেশায় ছিল রাজমিস্ত্রি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী তালেবপুর ইউনিয়নের চর রাজেন্দ্রপুর গ্রামের হাজী আক্কাছ খানের ভাড়াটিয়া দেলোয়ার হোসেন ধলু মিয়া (৪০) মোটরসাইকেল যোগে (ঢাকা মেট্রো-ল-১৭-৪০৭১) বায়রা হাটে যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছলে ধলেশ্বরী নদী থেকে মাটি আনতে যাওয়া বেপরোয়া একটি মাহেন্দ্র ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার্ড করেন। ধলু মিয়ার আত্মীয় স্বজন তাকে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
থানা পুলিশ ট্রলিটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি।

No comments