🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরে চোরাই মোটরসাইকেল সহ আটক ৩


 সিংগাইরে চোরাই মোটরসাইকেল সহ  আটক ৩  


মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল সহ চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। 


১৫ মার্চ সোমবার সিংগাইর থানার অফিসার ইনচার্জ  মোঃ আসলাম হোসেন এর দিক নির্দেশনায় সিংগাইর থানার এস.আই মওদুদ কামাল সহ চৌকুস অভিযানিক দল ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকা সহ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে চোরাই মোটর সাইকেল উদ্ধারপূর্বক চোর দলের সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে।

এ অভিযানে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হৃদয়, সিংগাইর উপজেলার সুমন ও মো.হোসেন নামে ৩ জনকে আটক করা হয়।

আসামীদের বিরুদ্ধে সিংগাইর থানার মামলা (নং-১৯(০৩)২১)  করে  আদালতে পাঠানো  হয়েছে বলে জানা যায়। 

No comments

Auto Scroll Stop Scroll