সিংগাইরের জামশা সারারিয়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী তারেক
সিংগাইরের জামশা সারারিয়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী তারেক
সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের সারারিয়ায় ১৯ মার্চ রাত ১ টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় চারটি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান করেন আগামী জামশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
তিনি জানান - শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে তার এ সহায়তা নয়, যে কোন ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় রোগীদের সহায়তা সব সময়ের জন্য তিনি অব্যাহত রাখবেন। তিনি আরো জানান, বিপদে যে পাশে এসে দাঁড়ায় সে ই প্রকৃত বন্ধু। সহায়তা করার মূল উদ্দেশ্য তার এ সহায়তা দেখে সমাজের বিত্তবানরা এগিয়ে এসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াক এটাই তার কাম্য।
তিনি মোট চার টি পরিবারের মাঝে ৫ হাজার করে নগদ টাকা প্রদান করেন এবং সম্ভব হলে আরো সহায়তা দেয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য যে ১৯ মার্চ রাত ১ টার দিকে সারারিয়া বাজারের পাশে একটি বসত বাড়ির গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন আশেপাশের প্রায় পাঁচটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে গবাদি পশু সহ চার টি পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এঘটনায় পলাশ মোল্লা, রফিক মোল্লা, জিয়া মোল্লা এবং সেলিম মোল্লা বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

No comments