সিংগাইর থানা পুলিশের উদ্যোগে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত
দেশব্যাপী কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর ২য় ধাপ মোকাবেলায় বিরুদ্ধে "বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি" উপলক্ষে সিংগাইর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেনের তত্বাবধানে মাস্ক বিতরণ ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।
বুধবার ৩১ মার্চ সিংগাইর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আসলাম হোসেন সিংগাইর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকার অবস্থানরত চালক, শ্রমিক ও যাত্রী-দের মধ্যে নিজ উদ্যোগে মাস্ক বিতরণ করেন। তিনি সকলকে মাস্ক পড়া ও ঘনঘন হাত ধোয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। বাসস্ট্যান্ডে আগত সকলকে করোনা ভাইরাস মোকাবেলায় করণী সম্পর্কে অবহিত করে বক্তব্য প্রদান করেন। করোনা মোকাবেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

No comments