মানিকগঞ্জে বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যু
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় যাত্রীবাহী একটি বাসচাপায় আকাশ হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকার রেজাউল করিমের ছেলে এবং এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
গোলড়া হাইওয়ে থানার এসআই খাজা মাঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পাটুরিয়াগামী একটি বাসচাপায় গুরুতর আহত হয় আকাশ। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

No comments