🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরে ছেলেকে বাঁচতে কিডনি দিচ্ছেন মা

 


সিংগাইরে ছেলেকে বাঁচতে কিডনি দিচ্ছেন মা



মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ছোট কালিয়াকৈর গ্রামের সাদেক আলীর ছেলে মোঃ ইসরাফিল।  বয়স ৩৪ বছর। দীর্ঘদিন যাবৎ অসুস্থ 

থাকার পর চিকিৎসকরা জানান তার দুটি কিডনীই অকেজো হয়ে গেছে। তাকে বাঁচতে হলে অতি তারাতাড়ি কমপক্ষে একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে।

অন্যথায় তাকে বাঁচানো সম্ভব হবে না।



এ কথা শুনে তার মা সাথে সাথে নিজের একটি কিডনি ছেলেকে দিতে রাজি হয়ে যায়।  অতঃপর চিকিৎসকরা সকল প্রকার পরিক্ষা-নিরিক্ষা করে সিদ্ধান্ত নেন যে মায়ের একটি কিডনি ছেলেকে দেয়া সম্ভব। এতে দুজনেই সুস্থ থাকবে।



২৭ মে বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে মা-ছেলের অপারেশনের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করা হবে।


আল্লাহ দুজনেই সুস্থতা দান করুক। (আমিন)

তথ্যঃ Sapna puron media //


No comments

Auto Scroll Stop Scroll