সিংগাইরে হয় পুলিশ থাকবে, তা নাহলে চোর থাকবে, ওসি সফিকুল ইসলাম মোল্লা
সিংগাইরে হয় পুলিশ থাকবে, তা নাহলে চোর থাকবে, ওসি সফিকুল ইসলাম মোল্লা
মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লার সাথে উপজেলার কর্মরত সকল গ্রাম পুলিশদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন (বৃহস্পতিবার) দুপুরে থানা চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় গ্রাম পুলিশদের উদ্দেশ্যে অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা বলেন, গ্রামীন জনপদে সাধারণ মানুষের নিরাপত্তার অতন্ত্র্রপ্রহরীরা হলেন (চৌকিদার) গ্রাম পুলিশ। মানুষ রাতে আরামে নিশ্চিতে নিভিয়ে রাতে ঘুমাবে আর পুলিশ তাদের রাত জেকে পারা দেবে এরই নাম পুলিশ এবং চোকদারের কাজ। সিংগাইর থানার মানুষ যাতে নিশ্চিন্তে চলাফেরা করতে যাতে কোনো স্থানে চুরি, ডাকাতি না করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। সিংগাইর থানা এলাকায় হয় চোর- ডাকাত থাকবে তা নাহলে পুলিশ থাকবে।
গ্রাম এলাকায় যে কোনো তথ্য বা ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের আগেই গ্রাম পুলিশরা অবগত হন। গ্রাম পুলিশ হলো পুলিশ বাহিনীর অন্যতম সহযোগী। তাই গ্রামীণ জনপদে যে কোন অপরাধ সংঘটিত ঘটনা দেখা বা খবর পেলে দ্রত পুলিশকে অবগত করার প্রথম দায়িত্ব হচ্ছে গ্রাম পুলিশের।
এলাকায় আইনশৃখলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রাখতে ও সমাজ পরিবর্তনে উন্নতির লক্ষ্যে গ্রাম পুলিশদের বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হয়। বিশেষ করে এলাকায় মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ডাকাতিসহ নানা অপরাধ কর্মকান্ডের বিষয়ে গ্রাম পুলিশকে সব সময় সজাগ থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপজেলা গ্রাম পুলিশের সভাপতি মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে উপজেলার কর্মরত সকল গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

No comments