সিংগাইরে ক্যারাম খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জের সিংগাইরে ক্যারাম খেলার তুচ্ছ বিষয়ের বিরোধকে কেন্দ্র করে নাসির হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
৯ জুন বুধবার রাত ৯ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত নাসির সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা গ্রামের ইসহাক আলীর পুত্র।
স্থানীয়দের সূত্রে জানা যায়- ক্যারাম খেলাকে কেন্দ্র করে নাসিরের সাথে একই এলাকার লাভু নামে এক যুবক ও তার সঙ্গীদের সাথে বিরোধ চলছিল। এ বিরোধের সূত্র ধরে বুধবার রাত ৯ টার দিকে লাভু ও তার সঙ্গীরা নাসিরের উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে তাকে কুপিয়ে জখম করা হয়। রক্তাক্ত অবস্থায় নাসিরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকান্ডের পর পরই লাভু পালিয়ে যায়। এলাকাবাসী সূত্রে যানা যায়, তার নামে ডাকাতি মামলা ও মাদক সেবনের অভিযোগ আছে।
ঘটনার খবর পেয়ে সিংগাইর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ ঘটনায় মামলা বা আটকের বিষয়ে কিছু জানা যায়নি।
 

 
 
No comments