ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা নিয়ে প্রতারণা ; রিপন এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা
ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা নিয়ে প্রতারণা ; রিপন এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা পুরাতন বাজারে ছাত্র ছাত্রীদের সরকারি উপবৃত্তির টাকা আত্মসাৎ ও প্রতারণা করায় রিপন এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২১ জুন সোমবার মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ জরিমানা করেন।
গত ১৭ জুন বৃহস্পতিবার রিপন এন্টারপ্রাইজের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সরকার প্রদত্ত নগদ একাউন্টের মাধ্যমে দেয়া উপবৃত্তির টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠে ।
অভিযোগে বলা হয়- রিপন এন্টারপ্রাইজে উপবৃত্তির টাকা তুলতে গেলে ১৮'শ টাকা ক্যাশ আউট করে ছাত্র-ছাত্রীদের ৯'শ টাকা প্রদান, অতিরিক্ত ৩০-৪০ টাকা চার্জ রাখা ও পিন নাম্বার গ্রাহকদের না দেয়া সহ বিভিন্ন অভিযোগ করেন ভুক্তভোগীরা।
উক্ত বিষয় মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানতে পারলে মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস এর নির্দেশনা অনুযায়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল সরজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।
এ সময় আসাদুজ্জামান খান রুমেল জানান- ভোক্তাদের সাথে প্রতারণা করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারা অনুযায়ী রিপন এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভুক্তভোগীদের টাকা যথাসময়ে প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। জেলায় যে কোন ভোক্তা প্রতারিত হলে ভোক্তা অধিকারে অভিযোগ করলে অবস্যই ভোক্তা অধিকার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।
ভুক্তভোগীদের টাকা ফেরত দেয়ার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৪-৫ দিনের ভেতর সকল ভুক্তভোগীর টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে ।

No comments