অনলাইনে নিয়মিত পাঠদান করে এগিয়ে যেতে চায় জিতু'স টিউটোরিয়াল
অনলাইনে নিয়মিত পাঠদান করে এগিয়ে যেতে চায় জিতু'স টিউটোরিয়াল
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার তরুণ মেধাবী ছাত্র জিতু। সিংগাইরের জয়মন্টপ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সাভার সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এইচএসসি পাশ করে সম্প্রতি অনলাইন প্লাটফর্ম ইউটিউব ও ফেজবুকে নিজ উদ্যোগে শুরু করেছেন পাঠদান কর্মসূচী। অনলাইন ভিত্তিক এ প্রতিষ্ঠানের নাম দিয়েছেন 'জিতু'স টিউটোরিয়াল '।
'জিতু'স টিউটোরিয়াল' নামে এ প্রতিষ্ঠান এস এস সি, এইচ এস সি, পর্যায়ের বিজ্ঞান বিভাগের নানা জটিল বিষয় সহজভাবে ছাত্র ছাত্রীদের মাঝে উপস্থাপন সহ সকল বিষয়ের উপর তৈরি করেছেন টিউটোরিয়াল ভিডিও। করোনাকালীন সময়ে অনলাইনের মাধ্যমে ছাত্র ছাত্রীরা ঘরে বসেই পাচ্ছে শিক্ষা সেবা।
ধাপে ধাপে জেএসসি, পিএসসি সহ এডমিশন টেস্ট পরীক্ষার বিভিন্ন জটিল বিষয়ের সহজ সমাধান নিয়ে টিউটোরিয়াল ভিডিও তৈরি করবে প্রতিষ্ঠানটি।
সুন্দর বচনভঙ্গি আর জটিল বিষয়ের সহজ সমাধান দেয়ায় ইতিমধ্যেই জিতু'স টিউটোরিয়ালের ভিডিও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। জটিল বিষয়ের সহজ সমাধান পেয়ে ছাত্র ছাত্রীরাও বেশ আনন্দিত।
প্রতিষ্ঠানের পরিচালক জাকির হোসেন জিতু জানান-
আমার ক্ষুদ্র এ প্রতিষ্ঠান থেকে চেষ্টা থাকবে বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয় সহজভাবে পাঠদান করানোর। ছাত্র ছাত্রীদের চাহিদা অনুযায়ী টিউটোরিয়াল তৈরির চেষ্টা চলবে। সকলে সাথে থাকলে অবস্যই সামনে ভালো কিছু করতে পারবো।
তিনি সকলকে জিতু'স টিউটোরিয়াল নামে ফেজবুক পেইজ লাইক ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার আহ্বান জানান।
ফেজবুক পেইজ লিংক: www.facebook.com/jitustutorial
ইউটিউব :https://youtube.com/channel/UCmxwcwPT-NDfEfDoqfhcTeQ
No comments