মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ঘোলাটে পানির বৃষ্টি ; কৌতুহলে জনগণ
মানিকগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে কাঁদা মিশ্রিত ঘোলাটে পানির বৃষ্টি হয়েছে। এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানা কৌতূহল।
সরকার ঘোষিত লকডাউনের শুরু থেকেই টানা বৃষ্টি চলছে। এ ধারাবাহিকতায় ১ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে ভারী বৃষ্টিপাতের সৃষ্টি হয়। বৃষ্টি শেষে সকাল বেলা দেখা যায়- বিভিন্ন পাত্রে জমানো পানি ঘোলাটে ও কাঁদা মিশ্রিত। এ ঘোলাটে পানি দেখে অবাক ও কৌতুহল সৃষ্টি হয়েছে জনমনে। যেখানে আগের দিনের বৃষ্টির পানি স্বচ্ছ ও পরিষ্কার দেখা গেছে।
মানিকগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষন করে দেখা যায় প্রায় বেশিরভাগ এলাকাতে এ ধরনের বৃষ্টি হয়েছে।
জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের প্রায় সকল গ্রামেই ঘোলাটে পানির বৃষ্টির প্রমান পাওয়া গেছে।
অনলাইনে কেনাকাটা করতে ক্লিক করুনঘোলাটে পানির বৃষ্টির কারণ কি?
আমরা জানি বৃষ্টি একধরনের তরল, যা আকাশ থেকে মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠের দিকে পড়ে। পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। এই ফোঁটাগুলি যথেষ্ট পরিমাণে ভারি হলে তা পৃথিবীর বুকে ঝরে পড়ে - একেই বলে বৃষ্টি।
আকাশে বায়ুবাহিত ধুলো যখন হাইড্রোস্কোপিক ঘনীভবন নিউক্লিয়াস হিসাবে কাজ করে, তখন ঘোলাটে বা কাঁদা বৃষ্টির মেঘ গঠনে ভূমিকা রাখে। বায়ুমণ্ডলীয় অস্থিতিশীলতা এবং পরিবর্তিত বাতাসের সাথে এই কাদা বৃষ্টির সম্পন্ন হয়ে থাকে। এই বৃষ্টিপাতগুলি যখন ঘটে তখন পানি ঘোলাটে কাদা দিয়ে রঙিত হয়।
সাধারনত এ ধরনের ঘোলাটে পানির বৃষ্টি প্রাকৃতিকভাবে ঘটে থাকে। এ নিয়ে কৌতূহল বা আতংকের কিছু নেই। সাধারণত মরু অঞ্চলে এ ধরনের বৃষ্টিপাত বেশি দেখা যায়।
No comments