পদ্ম ফুলের নাম 'মমতাজ'
পদ্ম ফুলের নাম 'মমতাজ '
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের ছেলে তানভীর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে নিজ উদ্যোগে বাড়িতে চাষ করেছেন দেশী-বিদেশী নানা জাতের পদ্মফুল। এলাকার সবাই তাকে চিনে পদ্ম তানভীর নামে।
সম্প্রতি মানিকগঞ্জ ২ আসনের এমপি কন্ঠশিল্পী মমতাজ বেগম তানভীরের এ পদ্ম বাগান পরিদর্শনে যান।
এ সময় গোলাপি ও সাদা বর্ণের মিশ্রিত নতুন উদ্ভাবিত পদ্ম তাকে আকৃষ্ট করেন। আর এতেই তানভীর তার নতুন জাতের এ পদ্মফুলের নাম করন করেন'মমতাজ'।
এ বিষয়ে তানভীর আহমেদ জানান- শুক্রবার ছুটির দিনে মমতাজ বেগম তার পদ্ম বাগান পরিদর্শন করতে আসেন।বিষয়টি তাৎক্ষনিক এটিএন বাংলার সাংবাদিক মুন্নিসাহাকে জানালে তিনি নাম করনের এ বিষয়টির পরামর্শ দেন।
আমার বাগানে সদ্যফোঁটা নতুন জাতের পদ্মটির নাম করন করেছি 'মমতাজ'।
অনলাইনে কেনাকাটা করুন সহজেই
No comments