মানিকগঞ্জ জেলার করোনার সর্বশেষ পরিস্থিতি
মানিকগঞ্জ জেলার করোনার সর্বশেষ পরিস্থিতি
আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে মানিকগঞ্জ জেলার করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
জেলার ৭ উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রসাশনের পক্ষ থেকে প্রকাশিত নিয়মিত করোনা রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।
তথ্যে জানানো হয় - গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ আছে এমন মোট ১৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়।
৭ জুলাই রিপোর্টে পাওয়া যায় মোট ৬৭ জনের করোনা পজিটিভ।
নতুন আক্রান্তের মধ্যে মানিকগঞ্জ সদরের ২১ জন, সাটুরিয়ায় ৮ জন, সিংগাইরে ৯ জন,হরিরামপুরে ১৬ জন, শিবালয়ে ৩ জন, ঘিওরে ৬ এবং দৌলতপুরের ৪ জন।
এ নিয়ে জেলার ৭ টি উপজেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮৫৬ জন। মোট সুস্থ হয়েছে ২৩৯৯ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরন করেছে ৫৩ জন।
অসুস্থদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৬ জন বাকিরা সবাই নিজ নিজ বাসায় আইসোলিশনে আছে।
No comments