আসন্ন ঈদুল আযহায় গরু নিয়ে আশাবাদী জামশার উদ্যোক্তা পলাশ মোল্লা
আসন্ন ঈদুল আযহায় গরু নিয়ে আশাবাদী জামশার উদ্যোক্তা পলাশ মোল্লা
বিশ্বব্যাপী চলছে করোনার তান্ডব। কর্মহীন হয়ে পড়ছে মানুষ। ব্যবসায় গুনতে হচ্ছে বড় মাপের লোকসান। এরই মধ্যে সামনে আসছে পবিত্র ঈদুল আযহা।
ঈদুল আযহাকে সামনে রেখে আশাবাদী গরুর খামারীরা।
তেমনি এক আশাবাদী খামারী উদ্যোক্তা সিংগাইর উপজেলার দক্ষিন জামশা গ্রামের পলাশ মোল্লা।
বিজ্ঞাপনঃ-
করোনার এই ভয়াবহ অবস্থায়ও নিজ উদ্যোগে গরু পালন করতে বিনিয়োগ করেছেন বড় অংকের টাকা।
নিজে পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি বাড়তি আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন গরু পালন করা। বছরের শুরুতে গরু ক্রয় করে তা এলাকার বিভিন্ন দরিদ্রদের অংশীদারিত্বের মাধ্যমে লালন-পালন করিয়ে ঈদে ভালো দামে বিক্রয় করেন তিনি।
এতে তিনি নিজে যেমন লাভবান হোন তেমনি দারিদ্রতা ঘুচে এলাকার একাধিক দরিদ্র ব্যক্তিদের যারা তার সাথে এ চুক্তিভিত্তিক গরু পালন করে।
এবারের ঈদকে সামনে রেখে ছোট বড় মিলিয়ে তার গরুর সংখ্যা ১০ টি। একদিকে করোনা, অন্যদিকে লকডাউন। অনেকটা অনিশ্চয়তার মধ্যেও ভালো দাম ও লাভবানের আশাবাদী পলাশ মোল্লার।
তিনি জানান - গরুগুলো দেখতে বেশ সুন্দর ও স্বাস্থ্যবান। কোন প্রকার মোটাতাজাকরণ কেমিক্যাল খাওয়ানো হয়নি, সবগুলোই দেশি গরু। ৮০ হাজার থেকে প্রায় দের লক্ষ টাকা দামের গরু আছে। চাইলে বাসায় এসে দেখে কোরবানির জন্য গরুগুলো ক্রয় করতে পারবে যে কেউ। প্রয়োজনে ঈদের আগের দিন পর্যন্ত আমরাই হেফাজতে রাখবো।
বিজ্ঞাপনঃ- অনলাইনে অর্গানিক পণ্য কিনতে ক্লিক করুন।
এবার ঈদে কোরবানি দিতে আগ্রহী, আসল ক্রেতা চাইলে যোগাযোগ করতে পারেন পলাশ মোল্লার সাথে। কোন প্রকার দালালচক্রের প্রয়োজন নেই।
সরাসরি তার সাথে যোগাযোগ করুন নিচের দেয়া নাম্বারে- 01642265788-(পলাশ মোল্লা)
No comments