সিংগাইর আঞ্চলিক সড়কে প্রাণ গেল কলেজ ছাত্রের

 সিংগাইর আঞ্চলিক সড়কে প্রাণ গেল কলেজ ছাত্রের




মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার সিংগাইর -হেমায়েতপুর আঞ্চলিক সড়কে সিএনজি -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাহাত হোসেন শুভ (২৪) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।  এ ঘটনায় নিহতের চাচাতো ভাই সালাম (২৫) গুরুতর আহত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


নিহত রাহাত উপজেলার গোবিন্দল এলাকার মাওলানা ইউসুফ আলীর ছেলে।

পত্যাক্ষদর্শীদের সূত্রে জানা যায় - ১১ আগষ্ট বুধবার বেলা ২ টার দিকে মানিকগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে সিংগাইর আঞ্চলিক সড়কের ঋষিপাড়া এলাকায় একটি বাসকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রাহাত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তার পাশে থাকা খুঁটির সাথে ধাক্কা খেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। অপরদিকে রাহাতের চাচাতো ভাই সালাম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। 

সিএনজি চালক অবস্থা বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ দিকে খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিএনজি ও মোটরসাইকেল পুলিশি হেফাজতে নেন।

এ ঘটনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা জানান- বেপরোয়া গতি ও হেলমেট বিহীন চলাচলের জন্যই সচারাচর এমন ঘটনা ঘটছে। হেলমেট ছাড়া রাস্তায় মোটরসাইকেল না চালানোর নির্দেশ দেন তিনি।

এ দূর্ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। 

No comments

Auto Scroll Stop Scroll