আপনার সন্তানের মােবাইলে পর্ন সাইট বন্ধ করবেন যেভাবে
আপনার সন্তানের মােবাইলে পর্ন সাইট বন্ধ করবেন যেভাবে
বর্তমানে এই যুগে প্রায় প্রতিটি ঘরে বাচ্চাদের হাতে মােবাইল ঘুরে বেড়ায় । গেম , কার্টুন , ইউটিউব ইত্যাদি অজুহাতে মােবাইল এখন অপ্রাপ্তবয়স্কদের হাতে জায়গা করে নিয়েছে । এদিক সেদিক ক্লিক করতেই অজান্তে নানান অ্যাডাল্ট সাইট ওপেন হয়ে যাচ্ছে । যা খুবই বিব্রতকর এবং বাচ্চাদের মানসিক বিকাশের জন্য খুবই ভয়ংকর । এই বিব্রত পরিস্থিতি থেকে বাঁচতে ছােট্ট একটি সেটিংস করে নিতে পারেন । | এই সেটিংস করা থাকলে আপনার মােবাইল দিয়ে কখনােই আজেবাজে সাইট চালু হবে না । অটোমেটিক অ্যাডাল্ট সাইট ব্লক হয়ে যাবে । সার্চ করলেও বাজে সাইট খুঁজে পাবেন না । আপনার ঘরের মােবাইলগুলােতে সেটিংসটি করে রাখুন । কিছুটা হলেও নিশ্চিন্তে থাকা যাবে । নিজে করুন , অন্যকে জানিয়ে দিন । আগামী প্রজন্ম সুস্থ মস্তিষ্কে বড় হয়ে উঠুক । সেটিংস বিস্তারিত : আসুন জেনে নেই , কীভাবে ফোনের সেটিংস থেকে সকল প্রকার পর্নসাইট একবারে বন্ধ করে দেবেন । এটি করলে গুগলে সার্চ করে কোনাে পর্নসাইট খুঁজে পাওয়া যাবে না । শুরুতে আপনাকে ফোনের সেটিংসের wireless connections অপশনে যেতে হবে । সেখানে যাওয়ার পর , Private DNS অপশনটিতে যেতে হবে । তবে বলে রাখা ভালো যে , কিছু কিছু ফোনে Private DNS অপশনটি অন্য জায়গায়ও থাকতে পারে । পর্নসাইট বন্ধ করার জন্য এই Private DNS অপশনটিই প্রয়ােজন । তাই , আপনার ফোনের সেটিংস থেকে Private DNS অপশনটি খুঁজে বের করুন । এরপর , | Private DNS অপশনটিতে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন । এর মধ্যে একটি অপশনে ক্লিক করলে এডিট করা যায় । যেটিতে এডিট করা যায় , সেটিতে adult - filter | dns.cleanbrowsing.org লিখে সেভ করে দিন । এতটুকু করলেই সমস্ত পর্নসাইট আপনার ফোন থেকে বন্ধ হয়ে যাবে । কোনাে রকম পর্নসাইট আর আপনার ফোন থেকে খুঁজে পাওয়া যাবে না । নিচে একটি ফোনে করে দেখানাে হয়েছে । এই ফোনটিতে এডিট অপশনটি Designated Private উঘঝ নামে দেওয়া ছিল । কিছু কিছু ফোনে এটি Private DNS provider hostname নামেও থাকে।
No comments