সিংগাইরে শিশু আল-আমীন হত্যার সাথে জরিত ৩ জন গ্রেফতার
সিংগাইরে শিশু আল-আমীন হত্যার সাথে জরিত ৩ জন গ্রেফতার
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় আলোচিত ও চাঞ্চল্যকর - শিশু আল-আমীন হত্যাকান্ডের সাথে জরিত ৩ জনকে আটক করেছে সিংগাইর থানা পুলিশের চৌকস দল ও মানিকগঞ্জ পিবিআই।
৩ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ টায় সিংগাইর থানা পুলিশ উপজেলার বলধারা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের বড় বাঁকা গ্রামের জব্বারের পুত্র আলী আকবর (২১) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সিংগাইর থানা-পুলিশ। এরপর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।
এরপর মামলাটি মানিকগঞ্জ পিবিআইতে স্থানান্তর করা হলে তারা শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হৃদয়সহ আরো ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। অধিকতর তদন্তের স্বার্থে পিবিআই বিস্তারিত জানাতে অপারগ প্রকাশ করেছে।

No comments