প্রথম লাতিন খেলোয়াড় হিসেবে লিওনেল মেসির ৮০
প্রথম লাতিন খেলোয়াড় হিসেবে লিওনেল মেসির ৮০
কবির এম হোসেন
আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি একে একে অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন। তার আর্ন্তজাতিক ফুটবল ক্যারিয়ার যতবেশি দীর্ঘ হবে তত বেশি রেকর্ড তার নামের পাশে যু্ক্ত হবে।আর্জেন্টিার শেষ ম্যাচেটিতে তিনি যেমন হয়ে গেলেন প্রথম লাতিন ফুটবলার হিসেবে ৮০ গোলের মালিক। পেলে, রোমরিও,রোনালদো নাজারিও,মারাডোনা, বাতিস্ততার মত গ্রেট ফুটবলারের জন্ম হয়েছে ফুটবলের পূণ্যভূমি লাতিন আমেরিকায়। কিন্তু ৮০ গোল বার ততোধিক গোলের মালিক হতে পারেননি অন্য কেউ।
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এতদিন ছিলেন লাতিন আমেরিকা সর্বোচ্চ গোলদাতা। ৭৭ গোল করে লাতিন আমেরিকার শীর্ষ গোলদাতার মুকুটটি তিনিই পরেছিলেন। কিন্তু বলিভিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে পেলের জীবদ্দশাতেই তার মাথা থেকে সেই মুকুটটি কেঁড়ে নিয়েছেন লিওনেল মেসি। ক্রিকেটে যেমন ভারত-পাকিস্তান প্রতিদ্বন্তিতা সবচেয়ে বেশি চরমে,ঠিক তেমনি ফুটবলের ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিদ্বন্তিতা তার চেয়েও বেশি উত্তেজনা ছড়ায়। সেদিক দিয়ে একজন আর্জেন্টাইনের কাছে একজন ব্রাজিলিয়ানের রেকর্ড হারানো ব্রাজিল সমর্থকদে মনে সামান্য হলেও কষ্ট দিয়েছে।
১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মেসি যেদিন খেলতে নামেন সেদিন তার গোল সংখ্যা ছিল ৭৭। আমেরিকান হয়ে পেলের সাথে লাতিন সর্বোচ্চ গোলের রেকর্ডটি ভাগাভাগি করছিলেন।মেসি হয়ত নিজেও আশা করেনি, সেদিনই পেলেকে ছাপিয়ে রেকর্ডটি নিজের করে নিবেন। করলেন তো করলেন, একদম রাজকীয় ভাবে। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা করলো ৩ গোল, ৩টি গোলই করলেন ফুটবল জাঁদুকর লিওনেল মেসি।নিজের ফুটবল ক্যারিয়ারে যুক্ত হলো আরো একটি হ্যাট্রিক। আর পেলের রেকর্ড নিজের করে হয়ে গেলেন লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা। ৩৪ বছর বয়স্ক মেসি ৭৯ গোল করতে খেলেছেন ১৫৩ ম্যাচ। পেলে কিন্তু সেদিক থেকে অনেক এগিয়ে। ৭৭ গোল করতে তিনি খেলেছিলেন মাত্র ৯২ ম্যাচ।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মেসি গড়লেন আরো একটি নতুন রেকর্ড। প্রথম কোন লাতিন আমেরিকান হয়ে করলেন আর্ন্তজাতিক ফুটবলে ৮০ গোল। প্যারাগুয়ের বিপক্ষে গোলশূণ্য ড্র করলেও উরুগুয়ের জালে আর্জেন্টাইনরা বল জড়িয়েছেন ৩ বার। তার প্রথমটিই অধিনায়ক লিওনেল মেসির। বাকি দুটি গোল করেন রদ্রিগো দি পল ও লাউতারো মার্তিনেজ। ২৮ বছর পর আর্জেন্টিনা জাতীয় দলের কোন বড় শিরোপা জয়, মেসির গোলের রেকর্ড, কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করার সুবাতাস; সবকিছু মিলিয়ে দুর্দান্ত সময় পার করছেন আর্জেন্টাইন ও মেসি ভক্তরা।
 
 
No comments