দাপুটে জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ
দাপুটে জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ
সব আলোচনা সমালোচনার মোক্ষম জবাব দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের অবস্থান নিশ্চিত করলো বাংলাদেশ। গতকাল ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে পাপুয়া নিউ গিনিকে ৮৪ রানে পরাজিত করে বিশ্বকাপের মূল পর্বে যোগ দিল রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। বিশ্বকাপের পরের ধাপে নিজেদের জায়গা পোক্ত করার জন্য নিজেদের শেষ ম্যাচে বড় জয় দরকার ছিল টাইগারদের।সেটাই করে দেখাল মাহমুদুল্লাহ-সাকিব আল হাসানরা।
বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সাথে পরাজিত হয়ে বেশ বেকায়দায় পরে গিয়েছিল বাংলাদেশ। পরের ধাপে যাওয়ার জন্য অবশিষ্ট দুই ম্যাচে অবশ্যই জয় দরকার ছিল টাইগারদের। দ্বিতীয় ম্যাচে ওমানকে ২৬ রানে পরাজিত করে অর্ধেক কাজ সম্পন্ন করেছিল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৮৪ রানের বিশাল ব্যাবধানে পরাজিত করে বাকি কাজটুকু সেরে নিল তারা। গ্রুপ বি’এ রানার্স আপ হয়ে মূল পর্বে তারা প্রুপ এ’তে যোগ দিল। মূল পর্বে বাংলাদেশ গ্রুপ এ’তে ওয়েষ্ট ইউন্ডিজ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও শ্রীলংকার সাথে যোগ দিল।
টানা তৃতীয় ম্যাচে টসে জিতলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। টসে জিতে আবারও ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন তিনি। তার সিদ্ধান্তের যৌক্তিকতা দেখালেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।তবে বাংলাদেশের শুরুটা আগেই মতই বাজে হলো। সৌম্য সরকারের বদলে যায়গা পেয়ে গত ম্যাচে ভালো করলেও এ ম্যাচে মাত্র ২ বল খেলে ০ রানে আউট হলেন শেখ মোহাম্মদ নাঈম। তবে লিটন দাশ একটু হলে নিজেকে ফিরে পেয়েছেন। তিনি ২৩ বলে করেছেন ২৯ রান। বাংলাদেশের মূল ভরসা সাকিব আল হাসান আবার জ্বলে উঠলেন। ৩৭ বলে ৪৬ রানের এক অনবদ্য ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে গেলেন। মাহমুদুল্লাহ রিয়াদও অনেকদিন পর রানে ফিরলেন। ২৮ বলে করলেন ৫০ রান। শেষের দিকে আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিদন যেন তুলির আঁচর দিলেন। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করলো ১৮১ রান।
১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাপুয়া নিউ গিনির ব্যাটসম্যানরা পাত্তাই পেল না। দলীয় ২৯ রানেই তাদের ৭ ইউকেট নেই। তাদের ব্যাটিং করার ধরন দেখে বোঝা গেল তারা আসলে ১৮৩ রান টপকাতে চাচ্ছে। তবে সাইফুদ্দিন, তাসকিন ও সাকিবদের সামনে তারা কুলিয়ে উঠতে পারেনি। প্রথম আঘাতটা হানেন সাইফুদ্দিন। পিএনজি ওপেনার লেগা সাইকাকে এলবিডাব্লিওর ফাঁদে ফেলেন সাইফুদ্দিন। পিএনজি অধিনায়ক আসাদ ভালাকে আউট করেন তাসকিন আহমেদ। বাকী কাজটুকু সারেন সাকিব আল হাসান। ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৪টি ইউকেট। সাইফুদ্দিন ও তাসকিন নেন ২টি করে ইউকেট। মোস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে কোন ইউকেটের দেখা পাননি। মাত্র ৯৭ রানে শেষ হয়ে যায় পাপুয়া নিউ গিনির ইনিংস। বাংলাদেশ পায় টি-টুয়েন্টি বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় জয়। মূলত সাকিব আল হাসানের ওলরাউন্ড নৈপূন্যের কাছে পরাজিত হয় পাপুয়া নিউ গিনি। ব্যাট হাতে ও বল হাতে অসাধারন পারফরমেন্সের কারনে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সাকিব আল হাসান।
No comments