আহত ওয়েষ্ট ইউন্ডিজকে জেঁকে ধরতে পারবে বাংলাদেশ?
আহত ওয়েষ্ট ইউন্ডিজকে জেঁকে ধরতে পারবে বাংলাদেশ?
কবির এম হোসেন
সেমিফাইনালের আশা ধরে রাখতে হলে দুই দলেরই যে আজ জয় প্রয়োজন! তবে বাংলাদেশ কি সেমিফাইনালের আশা করে?সত্যি কথা বলতে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ একটি ম্যাচ জিতলেই বাংলাদেশের দর্শকের কাছে বিশ্বকাপ জয়ের সমান আনন্দ দিবে। তবে একটি জয়ের আশায় বাংলাদেশের কোটি দর্শক চাতক পাখির মত তাকিয়ে থাকলেও হতাশা ছাড়া কিছুই মিলছে না। এক বুক আশা নিয়ে তারা আজও বসে খেলা দেখবে। আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজায়, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ মোকাবেলা করবে দুই বারের টি-টুয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইউন্ডিজের।
টি-টুয়েন্টি মানেই ওয়েষ্ট ইউন্ডিজ ।আর্ন্তজাতিক পর্যায়ে টি-টুয়েন্টির বড় আসরে তো বটেই বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্জাজি ভিত্তিক আসরগুলোতেও তাদের খেলোয়াড়দের চাহিদা সবচেয়ে বেশি। ব্যাটিং,বোলিও, ফিল্ডিং ও বিনোদন দিতে টি-টুয়েন্টিতে তাদের জুড়ি মেলা ভাড়। ক্রিস গেইল, কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডুয়াইন ব্রাভোদের মত খেলোয়াড়দের সাথে তুলনা করার মত ক্রিকেটার বিশ্বে অল্পই আছেন। হালে যোগ হয়েছেন আকিল হোসেন নামে তরুন স্পিনার। তাদের সেরাটা দিতে পেরেছেন বলেই একক দল হিসেবে রেকর্ড দুইবার টি-টুয়েন্টি বিশ্বকাপ দ্বীপ দেশ ওয়েস্ট ইউন্ডিজে ঘরে নিতে পেরেছে।
তবে চলতি আসরে ওয়স্ট ইউন্ডিজের ক্রিকেটাররা যেন নিজেদের হারিয়ে খুঁজছেন। পরাজয়ের বৃত্ত যেন তাদে পিছুই ছাড়ছে না। বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচের দুটিতেই পরাজিত হয়েছে তাঁরা। মূল পর্বে খেলা দুটি ম্যাচের একটিতেও দেখতে পারেনি জয়ের মুখ। আর শুধু পরাজয় বললে ভুল হবে। প্রতিপক্ষ দলের বোলাররা বিশ্ব ক্রিকেটকে অবাক করে ওয়েস্ট ইউন্ডিজ ব্যাটসম্যানদের নিয়ে ছেলেখেলা করছেন। ইংল্যান্ডের সাথে তারা অলআউট হয়েছে মাত্র ৫৫ রানে আর সাউথ আফ্রিকার সাথে করতে পেরেছিল ১৪৩ রান। সাউথ আফ্রিকার সাথে ১৪৩ রানের মধ্যে ৫৬ রান একাই করেছিলেন এলভিন লুইস। অন্য ব্যাটসম্যানদের দৈন্যদশা ভালই টের পাওয়া যাচ্ছে। তবে কি তারা বয়সের ভাড়ে কুজোঁ হয়ে গেছেন, টি-টুয়েন্টি ফরম্যাটে ব্যাট করতে ভুলে গেছেন নাকি খেলাটার আর উপভোগ করতে পারছেন না?
তবে তাদের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে। চলতি আসরে টিকে থাকতে আজ যে তাদের জয় চাই ই চাই। গ্রুপ এ’র প্রতিটি দল দুটি ম্যাচ করে খেলে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুটি ম্যাচেই পরাজিত হয়ে ও নেট রান রেটে পিছিয়ে থেকে ওয়েস্ট ইউন্ডিজ রয়েছে সবার তলানিতে। তাদের পরের দুটি ম্যাচ শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার সাথে। আজ হেরে গেলে পরের দুটি জিতলেও কার্যত তা আর কোন কাজে আসবে না। ওয়েস্ট ইউন্ডিজ অধিনায়ক কিরন পোলার্ড আসরে নিজেদের ধরে রাখতে তাই পুরনো ওয়েস্ট ইউন্ডিজকেই ফিরে পেতে চাইবেন।
বাংলাদেশ ক্রিকেটের এখন লেজে-গোবরে অবস্থা। ব্যাটিং –বোলিং-ফিল্ডিং থেকে শুরু করে টিম সিলেকশানেও নেই দক্ষতার ছাপ। তার প্রমাণ পাওয়া শুরু হয়েছে কোয়ালিফায়ার পর্ব থেকেই। সকালের সূর্য যেমন সারা দিনের কথা বলে দেয় ঠিক তেমনি স্কটল্যান্ডের সাথে প্রথম ম্যাচে পরাজিত হয়েই টাইগাররা জানান দিয়েছিল চলতি আসরে তারা কেমন করবে।
বাংলাদেশ দল সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আশা জাগিয়েও শ্রীলংকার সাথে পরাজিত হয়েছে। দ্বিতীয় ম্যাচে ইংলান্ডের কাছে পর্যুদ্স্ত হয়েছে। দুই ম্যাচে হেরে ও নেট রান রেটের ভিত্তিতে গ্রুপ এ’তে বাংলাদেশের অবস্থান পঞ্চম। অর্থ্যাৎ ওয়েস্ট ইউন্ডিজের উপরে। মাঠে টাইগাররা নাজেহাল হলেও মাঠের বাইরে কথায় তারা খুব শক্তিশালী। সুপার টুয়েলভ নিশ্চিত হওয়ার পর অধিনায়াক মাহমুদুল্লাহর সংবাদ বৈঠক ও প্রথম ম্যাচে পরাজিত হওয়া পর মুশফিকুর রহিমের ‘আয়নাতত্ব” ভালই সারা ফেলেছে।
দুই দলই তাদের প্রথম দুই ম্যাচে পরাজিত হয়েছে। চলতি আসরে দুই দলের পারফরমেন্সেই হতাশাজনক। ওয়েস্ট ইউন্ডিজ ব্যাটসম্যানরা স্পিন বলে বেশি নাজেহাল হচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে তারা ৬টি ইউকেট হারিয়েছি স্পিনারদের কাছে। বাংলাদেশের প্রধান শক্তি স্পিন।বাংলাদেশেল স্পিনাররা যদি ক্রিস গেইল- কিরন পোলার্ডদের অল্প রানে বেঁধে রাখেতে পারেন আর ব্যাটসম্যানরা যদি মুখে যেমন শক্তিশালী ব্যাট হাতেও যদি সেরকম শক্তিশালী হতে পারেন তবে টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় আসতেও পারে!!!
No comments