🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

ভারত-নিউজিল্যান্ডঃ অঘোষিত কোয়ার্টার ফাইনাল আজ।

 ভারত-নিউজিল্যান্ডঃ অঘোষিত কোয়ার্টার ফাইনাল আজ। 

কবির এম হোসেন 




টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুব পর্বের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলের কষ্ট সমান কারন তারা নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে পাকিস্থানের কাছে। দুই দলের বিপক্ষে লক্ষ্যও সমান কারন সেমিফাইনালের টিকিট পেতে হলে আজকের  ম্যাচটি জিততেই হবে। গ্রুব বি’র অন্য সব দল ও ম্যাচ হিসবা-নিকাষ করে আজকের ম্যাচটিকে তাই অঘোষিত ‘কোয়ার্টার ফাইনাল’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আজ রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ের আর্ন্তজাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত ও কেন ইউলিয়ামসনের নিউজিল্যান্ড।



পর্বপুরুষদের মুখে চুনকালি দিয়ে বিশ্বকাপে প্রথমবারের মত পাকিস্থানের সাথে পরাজিত হয়েছে ভারত। সেই পরাজয়টাও যেনতেন ছিল না। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্থানের কাছে ১০ ইউকেটে পরাজিত হয়ে বেকায়দায় পরে গেছে রোহিত শর্মা-যশপ্রিত বুমরারা। পাকিস্থানি বোলার শাহিন শাহ আফ্রিদির কাছে পর্যুদস্ত হয়ে ভারতের কোন ব্যাটসম্যান  ক্রিজেই দাড়াতে পারেননি। অধিনায়ক বিরাট কোহলি একা লড়ে গেলেও দলর প্রয়োজনে তা ছিল যৎসামান্য। ভারতের স্কোয়াডে রোহিত শর্মা, কেএল রাহুল, রিশবাহ পান্টের মত আর্ন্তজাতিক মানের ব্যাটসম্যান  আছেন ।যারা ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক আসর গুলোতে খুব ভালো করে থাকেন । প্রথম ম্যাচে তাদের কাছে থেকে ভালো কিছু না পেলেও কিউদের বিপক্ষে তারা ঘুরে দাড়াবেন এমন প্রত্যাশাই করছেন ভারতের প্রধান প্রশিক্ষক রবি শাস্ত্রী।ভারতের বোলিং সাইডও নিয়েও খুব বেশি আশা করতে ভয় পাচ্ছেন বিশ্লেষকেরা। চলতি আসরে এখনো কোন ইউকেটের দেখাই পাননি মোহাম্মদ শামি, ভুবেনেশ্বর কুমার, রবীনদ্র জাদেজারা।



কেন ইউলিয়ামসনের অধিনায়কেত্বে নিউজিল্যান্ডের সাম্প্রতিক পারফরমেন্স আশা জাগানিয়া। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্থানের কাছে পরাজিত হয়ে তারাও খুব ভালো অবস্থানে নেই। পাকিস্থানের বোলিং তোপে প্রথম ম্যাচে তারা করতে পেরেছিল মাত্র ১৩৪ রান। কোন কিউই ব্যাটসম্যানই উল্লেখ করার মত রান করতে পারেননি। ছোট্ট লক্ষ তাড়া করতে নামা পাকিস্থানকে আটকাতে পারেননি টিম সাউদি-ট্রেন্ট বোল্টরা। ৫ ইউকেটের পরাজয় দিয়ে মরুর দেশে বিশ্বকাপ অভিযান শুরু করে নিউজিল্যান্ড। 



চলতি বিশ্বকাপের কন্ডিশন অনুযায়ী প্রতিটা দলের প্রধান শক্তি যেখানে স্পিন সেখানে ব্যাতিক্রম ভারত ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড স্কোয়াডে রয়েছেন টিম সাউদি,ট্রেন্ট বোল্ট,মিশেল স্টেনার ও জিমি নিশামের মত ৪ জন বিশেষজ্ঞ পেস বোলার। ভারতে ব্যাটিং লাইন আপ যে শাহিন শাহ আফ্রিদির মত পেস বোলারের কাছ কুপোকাত হয়েছে ঠিক সেরকম বোলার হচ্ছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ড । ট্রেন্ট বোল্ডকে শাহিন শাহ আফ্রিদি বানিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ ধ্বসিয়ে দিতে চাচ্ছেন কিউরা। তবে কিউদের হুংকারে ভয় না পেয়ে ভালই প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানরা। 



৩ ম্যাচের ৩টিতে জিতেই গ্রুপ বি’তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্থান। ১টি করে ম্যাচে ২ পয়েন্ট করে রয়েছে আফগানিস্থান ও নামিবিয়ার। নিউজিল্যান্ড ও ভারতের ম্যাচটি গ্রুব বি’র সবচেয়ে গুরুত্বর্পর্ণ ম্যাচে পরিনত হয়েছে। কারন পরের ম্যাচটি ৩টি অপেক্ষাকৃত কম শক্তিশালী দল আফগানিস্থান, স্কটল্যান্ড ও নামিবিয়ার সাথে। ভারত ও নিউজিল্যান্ড যদি পরের তিনটি ম্যাচে জিতবে এমন সম্ভাবনা ধরে আজকের ম্যাচটিকে কোয়ার্টার ফাইনাল হিসেবে ধরা হচ্ছে। কারন আজকের ম্যাচে জিতে যে দল এগিয়ে থাকবে তারা পরের তিনটি ম্যাচ জিতলে গ্রুপ থেকে পাকিস্থানের সাথে সেমিফাইনালের টিকিট পেতে পারে।

No comments

Auto Scroll Stop Scroll