সিংগাইরের জামশায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
সিংগাইরের জামশায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
দেশব্যাপী চলছে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন।দ্বিতীয় ধাপে ৮৪৮ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ নভেম্বর।
তারই ধারাবাহিকতায় আসন্ন ১১ নভেম্বর জামশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী গাজী কামরুজ্জামানের বিজয়ের লক্ষ্যে আওয়ামী লীগের জামশা ইউনিয়ন শাখা ও তার অংঙ্গসংগঠন সমূহের উদ্যোগে এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
৬ নভেম্বর শনিবার দুপুর ২ টায় ইউনিয়নের উত্তর জামশা খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.গোলাম মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো. বাসার, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, সিংগাইর উপজেলা সহকারী মুক্তিযুদ্ধ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মাস্টার সহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ নৌকার বিজয়ের লক্ষ্যে কর্মীদের কাজ করার আহ্বান জানান এবং বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে বিভিন্ন মতামত ও কর্মীদের প্রতি নির্বাচন সংক্রান্ত বিবিধ দিকনির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত জনগণকে নৌকায় ভোট দিয়ে গাজী কামরুজ্জামানকে জয়যুক্ত করার আহ্বান জানান।
No comments