🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

বাংলাদেশ ক্রিকেট ’মাথামোটা’দের খপ্পরে?

 বাংলাদেশ ক্রিকেট ’মাথামোটা’দের খপ্পরে?

লেখকঃ কবির এম হোসেন 



টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বড় ধরনের বিপর্যয়ের সম্মুক্ষীণ হবে, এটা কিন্তু আগেই বুঝা গিয়েছিল। হলোও তাই। টি-টিুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব চরম ভাবে ব্যর্থ হয়েছে। অধিনায়ক হিসেবে শুধু মাহমুদুল্লাহ রিয়াদ নন,প্রধান প্রশিক্ষক হিসেবে রাসেল ডোমিঙ্গো ও বিসিবির কর্তাব্যাক্তিরাও ব্যর্থ । মাহমুদুল্লাহ তার ব্যর্থতার কথা  ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন। দল হিসেবে বাংলাদেশযে আরব আমিরাতে পুরো জাতিকে লজ্জায় ডুবিয়েছে তা বুঝতে মাহমুদুল্লাহ ও তার সতীর্থদের বাকী নেই। 


বিশ্বকাপের আগ দিয়ে প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ঘরের মাটিতে দুটি সিরিজ খেলে। দুটি সিরিজই বাংলাদেশ জিতলেও বাংলাদেশের খেলার ধরন ও প্রতিপক্ষের স্বোয়াড নিয়ে বিশ্লেষকদের ভুরু কুচকেছিল। সবচেয়ে আপত্তির বিষয় ছিল, মিরপুরের পিচ। অত্যন্ত মন্থর ও স্পিন সহায়ক এক পিচ বানিয় প্রতিপক্ষকে খুব অল্পরানে আটকে রেখে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। টি-টুয়েন্টি যেহেতু রানের খেলা সেখানে তার প্রস্তুতির জন্য এরকম পিচ কেন বানানো হলো তা অনেকেরই বোধগম্য ছিল না। বাংলাদেশের জয়ে অনেকেই উচ্ছসিত হলেও আখরে কোন লাভ হবে না, তা কিন্তু অনেকেই বুঝতে পেরেছিলেন। অনেক বিশ্লেষক রাগ-ডাক রেখে সরাসরি বলেছিলেনও সে কথা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও কোচিং স্টাফের ভাষ্য ছিল্য একদম ভিন্ন। তাদের মতে জেতার মানসিকতা খেলোয়াড়দের সাহায্য করবে। আদতে হয়েছে তার উল্টো।


বাংলাদেশ নিজেদের প্রতিটি সমস্যা শনাক্ত করতে পারলেও কোন সমস্যারই সমাধান করতে পারেনি। বাংলাদেশের প্রধান সমস্যা ছিল ব্যাটিং। পুরো আসর জুড়ে কোন একজন ব্যাটসম্যানও দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। বিশেষ করে ওপেনিং জুটি। লিটন দাস থেকে সৌম্য সরকার, লিটন দাস থেকে মোহাম্মদ নাঈম শেখ; উলটপালট করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। টি-টুয়েন্টি বিশ্বকাপে মুশফিকুর রহিমের যে সফলতা তাতে বলে দেওয়া যায় তার টি-টুয়েন্টি ক্যারিয়ার শেষ । তরুন আফিফ হোসেন থেকে শুরু করে অভিজ্ঞ মাহমুদুল্লাহ সবাই ব্যর্থ। এক সাকিব আল হাসান দলে না থাকলে বাংলাদেশ হয়ত সুপার টুয়েলভে খেলার যোগ্যতাটুকুওপেত না। 



মোদ্দা কথা হচ্ছে,এভাবেই কি চলতে থাকবে? অর্থনৈতিক ভাবে বিত্তশালী হওয়ার পরও বাংলাদেশের কোচিং স্টাফ কেন আরো অভিজ্ঞ ও সফলদের পিছনে টাকা ঢালছে না? ঘরোয়া ক্রিকেটের উন্নতিতে কেন আরো মনোযোগ দেওয়া হচ্ছে না? তরুন ও প্রতিভাবান ক্রিকেটার বের করে করে আনতে বিসিবি কেন আরও সময় ও অর্থ ব্যায় করছে না? অনেকগুলো কেন’র উত্তর দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে । সেই উত্তরগুলো বের করে যথাযথ পদক্ষেপ নিলে হয়ত বাংলাদেশ ক্রিকেটের সুদিন ফিরবে।

No comments

Auto Scroll Stop Scroll