হৃদরোগে মারা গেলেন জামশার কৃতিসন্তান অধ্যাপক আফসার আহমদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও সাবেক উপ-উপাচার্য ও সিংগাইর উপজেলার জামশা গ্রামের কৃতিসন্তান অধ্যাপক আফসার আহমদ (৬২) মৃত্যু বরণ করেছেন।
শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে যানা যায়, ‘আফসার আহমেদ তার এক সাবেক শিক্ষার্থীর বিয়ের আশির্বাদে অংশ নিতে খুলনায় গিয়েছিলেন। আশির্বাদের অনুষ্ঠান শেষে আজ (শনিবার) সকালে যশোর বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরেন। বিমানবন্দরে নামার পর তার হৃদক্রিয়ায় সমস্যা দেখা দেয়৷ চিকিৎসার জন্য সেখান থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হয় অধ্যাপক আফসার আহমেদকে এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ দিকে তার এ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার স্বজন ও ছাত্র ছাত্রীদের মাঝে।
 
 
No comments