মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে স্বামীর মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে স্বামীর মৃত্যু
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর ব্রীজ সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে টিটু (৩৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা টিটুর লাশ উদ্ধার করেন।
স্থানীয়দের সূত্রে জানা যায় - ৮ অক্টোবর বেলা ৩:৩০ মিনিটে নদীতে গোসল করতে যায় টিটু ও তার স্ত্রী। গোসলের এক পর্যায়ে টিটুর স্ত্রী হঠাৎ পানিতে ডুবে যায়। এ সময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে যায় টিটু। পরে স্ত্রী কিনারায় আসতে পারলেও স্বামী টিটু পানিতে ডুবে নিখোঁজ হয়। প্রাথমিকভাবে এলাকাবাসী নদীতে অনেক খোঁজাখুজি করেও টিটুর সন্ধান না পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ৬ সদস্য বিশিষ্ট ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজের প্রায় ৩ ঘন্টা পর ৬:৩০ মিনিটে টিটুর লাশ উদ্ধার করতে সক্ষম হন।
নিহত টিটু ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। সে তালেবপুরের একটি বাড়িতে স্ত্রী নিয়ে ভাড়া থাকতো।
এ দিকে খবর পেয়ে সিংগাইর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধারের পর তা ময়নাতদন্তের প্রস্তুতি গ্রহণ করেন।
এ সময় সিংগাইর থানার এস আই আলমগীর জানান- যেহেতু নিহতের পরিবারের পক্ষ হতে কোনরূপ অভিযোগ নেই এবং স্ত্রীর চোখের সামনেই ঘটনাটি ঘটেছে সেহেতু লাশের ময়নাতদন্তের বিষয়ে সিনিয়রদের সাথে পরামর্শ করে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে।
No comments